X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাইতিতে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র হচ্ছে সরকারবিরোধী আন্দোলন

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৮:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:৫১
image

আন্দোলনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিক গুলিতে নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সরকারবিরোধী আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও অবরোধ করে শুক্রবার বিক্ষোভ করেন সরকারবিরোধীরা। আগে থেকে সেখানে দেশটির প্রেসিডেন্ট জোবেনেল মোইজ ও তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। এরই মধ্যে সাংবাদিককে গুলি করে হত্যার পর ক্ষোভে ফুঁসে ওঠে রাজধানী।

হাইতিতে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র হচ্ছে সরকারবিরোধী আন্দোলন

বৃহস্পতিবার (১০ অক্টোবর) হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে নিজ গাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেডিও মেগা’র সাংবাদিক নেহেমি জোসেফ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কয়েক সপ্তাহ ধরে চলা সেখানকার সরকারবিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন তিনি। এ কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট মোইজ ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরকারবিরোধী বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। ২০০৮ সালের পর উন্নয়ন কাজ চালানোর জন্য হাইতিকে ঋণ দিয়েছিল ভেনেজুয়েলা। সরকারি কর্মকর্তা ও সাবেক মন্ত্রীরা ওই ঋণের অর্থ আত্মসাৎ করেছেন বলে সম্প্রতি আদালতের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় প্রেসিডেন্ট মোইজও জড়িত আছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তারপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছে দেশটির বিরোধী দলগুলো। গত কয়েক সপ্তাহে আন্দোলন তীব্র হয়। এতে কমপক্ষে ২০ জন প্রাণ হারায়। কার্যত এখন অচল হয়ে পড়েছে হাইতি, বিদ্যালয়-ব্যবসা বন্ধ রয়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

গত সেপ্টেম্বরের শেষের দিকে জোসেফ ফেসবুক মন্তব্যে জানিয়েছেন, আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে হত্যার হুমকি দিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ। তবে এটাই তাকে হত্যার মোটিভ কিনা তা পরিষ্কার নয়।

গত দুই বছরেরও কম সময়ে হাইতিতে তিনজন সাংবাদিক নিহত হলেন। দ্য রেডিও স্যান্স ফিন’র সাংবাদিককে গত জুনে গুলি করে হত্যা করা হয়। গত মাসে দেশটির পার্লামেন্টের বাইরে এক ফটো সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন এক সিনেটর। এর আগে ২০১৮ সালের মার্চে এক সাংবাদিক নিখোঁজ হন।

ওই হত্যার তদন্ত করতে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রের বিচার বিভাগকে অনুরোধ জানিয়েছে আর্টিবোনিটে’র দ্য অ্যাসোসিয়েশন অব প্রোফেশনাল জার্নালিস্ট নামের একটি সংগঠন।

প্রেসিডেন্ট মোইজ ২০১৭ সাল থেকে ক্ষমতায় আছেন। এই সপ্তাহের শুরুতে ওই সংকট সমাধানে একটি কমিশন গঠনের ঘোষণা দেন তিনি। পাশাপাশি বিরোধীদলগুলোর প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে এতে কোনও সুবিধা করতে পারেননি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মিশেল পিয়ারে লুইস এ অবস্থাকে ‘খুবই বাজে পরিস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন। আন্দোলনকারীদের একটাই দাবি, মোইজকে পদত্যাগ করতে হবে।

ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে হাইতি সবচেয়ে গরিব। দেশটির ৬০ শতাংশ লোক জীবনধারণের জন্য প্রতিদিন ১৭০ টাকার চেয়েও কর্ম অর্থ খরচ করেন।

/এইচকে/এএ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’