X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ড্রাগন-হাতির নৃত্যই ভারত-চীনের একমাত্র সঠিক পছন্দ: শি জিনপিং

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ১৯:৫২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:৫৪
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকের পর দেশে ফিরে শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবৃতিতে তিনি দুই দেশের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে বলেন, ড্রাগন ও হাতির নৃত্যই উভয় দেশের একমাত্র সঠিক পছন্দ। এতেই উভয় দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক খবরে বিষয়টি জানা গেছে।

ড্রাগন-হাতির নৃত্যই ভারত-চীনের একমাত্র সঠিক পছন্দ: শি জিনপিং

দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে শুক্রবার তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে যান চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং। এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন শি জিনপিং। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরালো করাসহ বিভিন্ন ইস্যুতে প্রায় আড়াই ঘণ্টা আলাপ করেন তারা। শুক্রবার ভারতের মামাল্লাপুরাম শহরে নৈশ ভোজের সময় এই আলোচনায় অংশ নেন মোদি-শি। দুই নেতা নিজ নিজ দেশে ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য অক্ষুন্ন রেখে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একমত হন।

বিবৃতিতে শি জিনপিং বলেন, চীন ও ভারতের একে অন্যের উন্নয়নের সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ ও কৌশলগত পারস্পারিক বিশ্বাস বাড়ানো উচিত। সব বিভেদ ভুলে দুই দেশের উচিত একে অন্যের সুযোগ-সুবিধার দিকে দৃষ্টি রাখা। এতে দুই দেশেরই লাভ, দুই দেশ একই সঙ্গে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। সব দৃষ্টিকোণ থেকেই এই সম্পর্ক ধরে রাখতে হবে। মনে রাখতে হবে, দুটি দেশ একে অন্যের প্রতিবেশী।’

বিবৃতিতে জিনপিং আরও বলেন, এই সফর ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওই একান্ত বৈঠকে দুই দেশের আর্থিক উন্নয়ন ও বাণিজ্যের অগ্রগতি নিয়েও কথা হয়।

কথা প্রসঙ্গে তিনি দুই দেশের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে বলেন, ‘ড্রাগন ও হাতির নৃত্য অর্জনই চীন ও ভারতের একমাত্র সঠিক পছন্দ। যাতে উভয় দেশের ও তাদের জনগণের মৌলিক স্বার্থ রয়েছে।’

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘কার্যকর পদ্ধতিতে ও সময়মতো উভয় দেশের কৌশলগত যোগাযোগ বজায় রাখা উচিত। আগামী কয়েক বছর দুই দেশের জন্য সংকটপূর্ণ হবে। এমন স্বার্থসংশ্লিষ্ট বিষয় যা একে অন্যের জন্য উদ্বেগজনক। তা সতর্কভাবে মোকাবিলা করা উচিত।’

এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্বাস বৃদ্ধি, বিভ্রান্তি দূর ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার আলোকে দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার করা উচিত।’

/এইচকে/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি