X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১২:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:০৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের কারণে চলতি সপ্তাহেই এই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি যোদ্ধাদের রক্ষায় আমাদের সেনা সদস্যদের কাজে লাগানোর বিষয়টি কখনও বিবেচনা করা হয়নি। আর রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন জানান, তুরস্ককে লক্ষ্য করে খুব শক্তিশালী নতুন নিষেধাজ্ঞার অনুমতি দিয়েছেন ট্রাম্প। ফলে তুরস্কের অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে।

রবিবার ট্রাম্প জানিয়েছেন, তিনি কংগ্রেসের আলোচনা শুনেছেন। ওই আলোচনায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট; উভয় দলের নেতারাই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। টুইটারে ট্রাম্প লিখেছেন, ডেমোক্র্যাটসহ কংগ্রেসের অনেক সদস্যদের আলোচনার পর তুরস্কের বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।

ট্রাম্প আরও লিখেছেন, অর্থ মন্ত্রণালয় প্রস্তুত, হয়ত নতুন বিল প্রয়োজন। এই বিষয়ে বড় ধরনের সচেতনতা রয়েছে। তুরস্ক এটা চেয়েছে, না করে উপায় নেই। সঙ্গে থাকুন।

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকারের সব পর্যায়ে নিষেধাজ্ঞা নিয়ে প্রস্তুতি শেষ করে আনা হয়েছে।

৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। পরে ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্বদিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। পরে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় অভিযানে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করে তুরস্ক। এতে চার শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ অভিযানে ৩৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহারের পরই সামরিক অভিযান শুরু করে তুরস্ক। অভিযান শুরুর পর তুর্কি সামরিক অভিযানের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা