X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তুরস্কের মন্ত্রী ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ১০:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৪:০৮

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের জেরে দেশটির দুইজন মন্ত্রী এবং তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া অঞ্চলটিতে দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। রজব তাইয়্যেব এরদোয়ান এবং ডোনাল্ড ট্রাম্প

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এই নিষেধাজ্ঞা চলতে থাকবে। ক্রমেই এটি আরও কঠোর হতে থাকবে; যতক্ষণ পর্যন্ত তুরস্ক যুদ্ধবিরতি ঘোষণা না করবে, সংঘাত বন্ধ না করবে এবং দীর্ঘমেয়াদি কোনও শান্তিচুক্তিতে না আসবে।

যত দ্রুত সম্ভব অঞ্চলটি পরিদর্শনের কথাও জানিয়েছেন মাইক পেন্স।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, নতুন আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বেশ শক্তিশালী। এটি তুরস্কের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি সরকারের কর্মকাণ্ডে সিরিয়ার ওই অঞ্চলের নিরপরাধ নাগরিকদের জীবন যেমন ঝুঁকির মধ্যে পড়েছে, তেমনি পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে। আবার একইসঙ্গে এটি আইএস-কে পরাজিত করার গৌরবকেও ম্লান করে দিয়েছে।

এর আগে মঙ্গলবার টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আইএস-এর কথিত খিলাফতকে শতভাগ পরাজিত করার পর আমি সিরিয়া থেকে মোটাদাগে আমাদের বাহিনী সরিয়ে নিয়েছি। সিরিয়া ও আসাদকে কুর্দিদের রক্ষা করতে দিন। তুরস্ককে তার নিজ ভূখণ্ডের জন্য লড়াই করতে দিন। আমার জেনারেলদের আমি বলেছি, কেন আমরা শত্রু ভূখণ্ড সিরিয়া ও আসাদের জন্য লড়াই করছি?

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, মূলত কংগ্রেসে নিজ দলের সদস্যদের সমালোচনার মুখেই তুরস্কের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

সিরিয়ায় কী হচ্ছে?

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী মানবিজ শহরে প্রবেশ করেছে। মানবিজ শহরের যে এলাকায় সিরীয় শরণার্থীদের ফেরাতে সেফ জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করতে চাইছে তুরস্ক, সেই পর্যন্ত পৌঁছে গেছে সিরীয় বাহিনী। তুর্কি বাহিনী এবং তাদের মিত্র সিরীয় মিলিশিয়ারাও শহরের কাছে জড়ো হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে কুর্দিদের চুক্তিটিকে আসাদের জন্য একটি বড় অর্জন হিসেবে প্রতীয়মান হচ্ছে। কেননা ২০১২ সালের পর এই প্রথম অঞ্চলটিতে প্রবেশের সুযোগ পেলো আসাদ বাহিনী। এলাকাটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সিরীয় বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের মাধ্যমে অঞ্চলটি থেকে আইএস জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে আগ্রহী আঙ্কারা। এ সেফ জোনে দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় আঙ্কারা। তুর্কি অভিযানের আগে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হলে তুরস্ককে সীমা অতিক্রমের বিষয়ে সতর্ক করে দেয় ওয়াশিংটন। সর্বশেষ সোমবার তুরস্কের মন্ত্রী ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার কথা জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা