X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গরুর চেয়ে নারীদের প্রতি অধিক যত্নবান হোন: মোদিকে বার্তা তরুণীর

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:২১

ভারতে মিস কোহিমা নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ভিকুওনুয়ো সাচু নামের এক তরুণী। গত ৫ অক্টোবর নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা-তে প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাকে কী বলবেন? উত্তরে ১৮ বছরের ভিকুওনুয়ো সাচু বলেন, ‘আমি যদি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রিত হই, তাহলে তাকে বলবো গরুর চেয়ে নারীদের প্রতি অধিক যত্নবান হোন।’ তার এমন উত্তর শুনে হেসে উঠেন উপস্থিত দর্শকরা। নরেন্দ্র মোদি
সংবাদমাধ্যম ‘নাগাল্যান্ড পোস্ট' জানিয়েছে, ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন ভিকুওনুয়ো সাচু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ওই প্রশ্নোত্তর পর্বের ভিডিও। টুইটারে ইতোমধ্যেই কয়েক লাখ বার দেখা হয়েছে এটি।

গত কয়েক বছর ধরে ভারতে স্বঘোষিত গো-রক্ষকদের হাতে অভিযুক্ত গরু পাচারকারীদের ওপর ব্যাপক নির্যাতনের ঘটনা বারবার সামনে এসেছে। এমনকি ফ্রিজে গরুর মাংস  রাখা আছে এমন সন্দেহে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছে। গত এপ্রিলেই আসামে ৬৮ বছর বয়সী একজন মুসলমানকে গরুর মাংস বিক্রির সন্দেহে ব্যাপক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী গো-রক্ষকরা। শওকত আলী নামের ওই ব্যক্তিকে শূকরের মাংসও খাওয়ানো হয়। পরে পুলিশ জানিয়েছে, ব্যাপক মারধরের শিকার হওয়া ওই ব্যক্তির দোকানে আদতে কোনও গরুর মাংস পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা দুর্ভাগ্যের যে, কিছু মানুষ ওম বা গরু শব্দগুলো শুনলেই চমকে উঠেন।

জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, গরু এবং ওম-এর মতো শব্দ শুনলে কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন, দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন? সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী