X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সম্মত হলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ২১:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৫২

আঙ্কারা সফরে আসা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাত করা নিয়ে সিদ্ধান্ত বদলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে তিনি সাক্ষাত করবেন বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়।   অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সম্মত হলেন এরদোয়ান

গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের মাধ্যমে অঞ্চলটি থেকে আইএস জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে আগ্রহী আঙ্কারা। এ সেফ জোনে দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় আঙ্কারা। তুর্কি অভিযানের আগে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিযান শুরুর পর তুরস্কের দুইজন মন্ত্রী এবং তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তিনি এই নিষেধাজ্ঞাকে পরোয়া করেন না।

তুরস্কের অবস্থান ঘোষণার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। তিনি জানান, উচ্চ পর্যায়ের এ সফরে সিরিয়ায় তুরস্কের চলমান অপারেশন পিস স্প্রিং এবং সিরিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তবে এরদোয়ান বলেন, আমি মাইক পেন্স  ও মাইক পম্পেওয়ের সঙ্গে দেখা করবো না। তুর্কি ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা। যদি ট্রাম্প আসেন, তবেই আমি কথা বলবো।

তবে বুধবার এরদোয়ানের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন টুইটারে লিখেছেন, প্রেসিডেন্ট স্কাই নিউজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন না বলেছেন। তবে তিনি মাইক পেন্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র কেটি ওয়াল্ডম্যান বলেন, আজ তুরস্ক সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস আশা করছে মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার তুরস্ককে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানাবেন।

 

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ