X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে ভারত-পাকিস্তান গোলাগুলি, ৪ বেসামরিক নাগরিক নিহত

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ০০:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:১২

কাশ্মিরে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গুলিবিনিময়ে অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার উভয় দেশের কর্মকর্তারা জানান, এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

কাশ্মিরে ভারত-পাকিস্তান গোলাগুলি, ৪ বেসামরিক নাগরিক নিহত

কাশ্মির পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত। তবে উভয় দেশই পুরো কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। ভারত-পাকিস্তান কাশ্মির ইস্যুতে দুটি যুদ্ধ করেছে। ৫ আগস্ট ভারত কাশ্মিরের বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসন বাতিল করলে বিরোধপূর্ণ এলাকাটি নিয়ে উভয় দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের অস্ত্রবিরতি লঙ্ঘনের কারণে ভারতীয় কূটনীতিককে তলব করা হয়েছে। এই গুলিবিনিময়ে কাশ্মিরের পাকিস্তান অংশে দুই শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেডেন্দর আনন্দ জানান, পাকিস্তান ভারতীয় সেনাদের ফাঁড়ি লক্ষ করে কয়েক ডজন গুলি চালিয়েছে। সোম ও মঙ্গলবার পুঁচ সেক্টরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ভারতীয় সেনা কর্মকর্তা জানান, পাকিস্তানি সেনারা মর্টার ও মেশিনগান দিয়ে বেশ কয়েকটি গ্রাম লক্ষ করে গুলি চালিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আনন্দ অভিযোগ করেন, পাকিস্তান উসকানি দিয়েছে এবং ভারতীয় সেনারা বিনা প্ররোচনায় চালানো অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে।

এর আগে ভারতীয় বেসামরিক কর্মকর্তা রাহুল যাদব জানান, পুঁচ সেক্টরে মঙ্গলবার পাকিস্তানিদের গুলিতে এক নারী নিহত ও বেশ কয়েকটি ছাগল মারা গেছে।

বুধবার ভারতীয় পুলিশ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দক্ষিণ কাশ্মিরে তিন জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজবেহারা শহরে এই অভিযান চালানো হয়। একই দিন পুলিশ আরও জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বুধবার এক ইট শ্রমিক ও এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইট শ্রমিক ছিলেন ছত্তিশগড়ের ও আপেল ব্যবসায়ী পাঞ্জাবের।

পাঞ্জাব রাজ্যের অপর এক আপেল ব্যবসায়ী দক্ষিণ শোফিয়ান এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তিনি এসব ঘটনার জন্য ভারতবিরোধী জঙ্গিদের দায়ী করেছেন। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না