X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিরীয় সীমান্ত শহর রাস আল-আইন দখল করেছে তুর্কি বাহিনী

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ২২:৩৮আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২৩:০০

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাস আল-আইন ছেড়ে চলে যাওয়ার পর শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্কের সেনাবাহিনী। সিরিয়ার সম্প্রচারমাধ্যম ইখবারিয়া রবিবার এ খবর জানিয়েছে। এক সপ্তাহ আগেই তুরস্ক শহরটির দখল নেওয়ার কথা জানালেও কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল।

সিরীয় সীমান্ত শহর রাস আল-আইন দখল করেছে তুর্কি বাহিনী

ইখবারিয়ার খবরে বলা হয়েছে, এসডিএফ গোষ্ঠীর সদস্যরা শহরটি ছেড়ে চলে গেছে এবং তুরস্কের সরকারি বাহিনী ও তাদের ভাড়াটে সেনারা তা দখল করেছে।

শনিবার এসডিএফ জানিয়েছিল, তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে পিছু হটতে তারা রাজি আছে, যদি তুরস্ক তাদের সেনা ও বেসামরিকদের দখলকৃত শহর থেকে চলে যাওয়ার অনুমতি দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তুরস্কের সঙ্গে সমঝোতার আলোকে এ কথা জানালো কুর্দিরা।

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বৈঠকে পাঁচ দিনের যুদ্ধবিরতির ঘোষণা আসে। সমঝোতার পরও তুর্কি সমর্থিত বাহিনী ও কুর্দি যোদ্ধাদের পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

সমঝোতা অনুসারে, তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের সরে যেতে ১২০ ঘণ্টা সময় দিতে রাজি হয়েছে তুরস্ক। তবে সমঝোতায় কোন কোন এলাকা থেকে কুর্দিদের সরে যেতে হবে তা উল্লেখ করা হয়নি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানিয়েছেন, আগামী সপ্তাহে রাশিয়ার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৈঠকে মিলিত হবেন। তিনি বলেন, আমাদের সীমান্তের মানবিজ ও কোবানি থেকে ওয়াইপিজি সন্ত্রাসীদের বিতাড়নের বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করবেন এরদোয়ান ও পুতিন। আগামী সপ্তাহ এ বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি একটি সমঝোতায় পৌঁছানো যাবে, অতীতে যেমনটা হয়েছে।

সিরিয়ায় তুর্কি অভিযানকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। শনিবার এরদোয়ান বলেছেন, পুতিনের সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলে সিরীয় সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া