X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লন্ডনে সাংবা‌দিক নেতাদের কা‌ছে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের দুঃখ প্রকাশ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২১ অক্টোবর ২০১৯, ২০:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:১৯
image

শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও লন্ডনের সাংবাদিকদের মধ্যে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে বলে জানা গেছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকদের সভাস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে লন্ডন আওয়ামী লীগের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয় সেখানকার সাংবাদিকরা। সোমবার (২১ অক্টোবর) লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় ওই সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর সংকটের সমাধান হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডনে সাংবা‌দিক নেতাদের কা‌ছে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের দুঃখ প্রকাশ

উল্লেখ্য, গত ৩ আগস্ট লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক সমাবেশে আমন্ত্রণপত্র থাকার পরও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য সাবেক প্রেসিডেন্ট ও বিডি নিউজ টুয়েন্টিফোরের যুক্তরাজ্য প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা, সাবেক প্রেসিডেন্ট সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিনসহ ক‌য়েকজন সাংবাদিককে অনুষ্ঠানের প্রবেশপথ থেকে বের করে দেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়া আমন্ত্রণপত্র ইস্যুর পরও অনুষ্ঠানের আগের রাতে বাংলাদেশ প্রতিদিন-এর ইউরোপিয়ান চীফ আ স ম মাসুমসহ প্রায় ২০ জন সাংবাদিকের দাওয়াত প্রত্যাহার করা হয়। প্রতিবাদে সংগঠনটির সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।

সোমবার লন্ডন বাংলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবা‌য়ের স্বাক্ষরিত এক বিবৃ‌তি‌তে বলা হয়, এ সপ্তাহে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমাদাদুল হক চৌধুরী ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়েরের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান শরীফ ও সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুকের দীর্ঘ একান্ত বৈঠক শেষে উভয়পক্ষ একটি সম্মানজনক সমাধানে পৌঁছেছে। একান্ত বৈঠকে ইউকে আওয়ামী লীগ সাংবাদিকদের সভাস্থল থেকে বের করে দেওয়া এবং আমন্ত্রণপত্র ইস্যু করে তা প্রত্যাহার করার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শোক দিবসের অনুষ্ঠানস্থল থেকে আমন্ত্রিত সাংবাদিকদের বের করে দেয়ায় ঘটনাটি অন্যায় এবং আশালীন বলে আমরা মনে করি। আমরাও এই অনাকাঙিক্ষত ও দুঃখজনক ঘটনায় প্রতিবাদ করেছি এবং প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমরা চাই, এই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক । আশা করছি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।'

লন্ডন বাংলা প্রেসক্লা‌বের এ বিবৃ‌তির ব্যাপা‌রে যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক বাংলা ট্রি‌বিউন‌কে সংকট সমাধানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠা‌নে আমরা প্রায় শতা‌ধিক সাংবাদি‌ক‌কে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের পক্ষ থে‌কে দাওয়াত দি‌য়ে‌ছি‌লাম। অনুষ্ঠানের নিরাপত্তার দা‌য়ি‌ত্বে নি‌য়ো‌জিত বাংলা‌দেশ স‌রকা‌র কর্তৃক নিয়োজিত কোনও কতৃপক্ষ য‌দি সেখানে কাউ‌কে নিরাপত্তাজ‌নিত কার‌ণে ঢুকতে না দেয়, ত‌বে স্পষ্টতই এর দায় দায়িত্ব যুক্তরাজ্য আওয়ামী লী‌গের নয়। ত‌বে ক‌য়েকজন সাংবাদিককে না ঢুকতে দেওয়ার ঘটনা দুঃখজনক।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে