X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শামীমা বেগমের নাগরিকত্বের আবেদনের শুনানি বিশেষ আদালতে

অদিতি খান্না, যুক্তরাজ্য
২২ অক্টোবর ২০১৯, ২১:২৩আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:২৪

ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের যুক্তরাজ্যের বিশেষ আদালতে আবেদন করেছেন।  মঙ্গলবার স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে আবেদন করেন তিনি। চলতি সপ্তাহেই শুরু হবে শুনানি। আর সেখানে উপস্থিত হতে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেন শামীমা।

শামীমা বেগমের নাগরিকত্বের আবেদনের শুনানি বিশেষ আদালতে

লন্ডনের বেথনেল গ্রিন অ্যাকাডেমি স্কুলের শিক্ষার্থী ছিল শামীমা। ২০১৫ সালে আমিরা আবাসে ও খাদিজা সুলতানা নামের আরও দুই কিশোরীকে সঙ্গে নিয়ে আইএসে যোগ দিয়েছিল সে। পরিবারকে একদিনের জন্য বাইরে যাওয়া কথা বলে প্রথমে তুরস্ক যায় তারা। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে। এরপর নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় যাওয়া এক আইএস জঙ্গিকে বিয়ে করেছিল শামীমা। দুইবার গর্ভপাতের পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে। পরে সেই শিশুরও মৃত্যু হয়। উদ্ধারের পর শামীমা আবারও যুক্তরাজ্যে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। 

বর্তমানে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে আইনি লড়াই করছে শামীমা। স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে তার আবেদনের শুনানি অনুষ্ছিঠত হবে শিগগিরই। উচ্চ আদালতের বিচারক এলিজাবেথ লাইং শুনানি কার্যক্রম পরিচালনা করছেন।

ব্রিটিশ আইন অনুযায়ী একজনের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে রাষ্ট্রহীন বানানো যাবে না। ব্রিটিশ সরকারের দাবি শামীমার কাছে বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে কারণ তার বাবা-মা বাংলাদেশি। তবে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, শামীমা ব্রিটিশ নাগরিক। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার কোনও প্রশ্নই আসে না। সে কখনো বাংলাদেশি আাসেনি।  বর্তমান সরকার সন্ত্রাস মোকাবিলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। 

শামীমার আইনজীবী তাসনিম আকুঞ্জি বলেন, তার আবেদনের মূলে থাকবে জঙ্গি স্বামীর ধর্ষণের শিকার শামীমা। তাকে ২৩ বছর বয়সী এক আইএস সদস্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিলো।

চলতি সপ্তহেই তাকে নিয়ে চারদিনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালতকে জানানোব হবে যে তাকে সিরিয়া থেকে আনা হবে কি না। কারণ এই শুনানিতে তার অংশগ্রহণ ছাড়া পরিচালনা সম্ভব না। এই আদালতে আবেদনকারীর নাম গোপন রাখা হয়। তবে শামীমা বেগম নিজেই নাম প্রকাশ করতে চেয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান