X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অভিশংসন তদন্তকে ‘কৃষাঙ্গ হত্যা’র সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ০০:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০০:৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে কংগ্রেসের অভিশংসন তদন্তকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। এক টুইটে ট্রাম্প পুরো তদন্তকে ‘লিচিং’ উল্লেখ করে দাবি করেছেন, অভিশংসন তদন্ত যথাযথ প্রক্রিয়া বা ন্যায্যতা বা কোনও আইনি অধিকার ছাড়াই এ তদন্ত করা হচ্ছে।

অভিশংসন তদন্তকে ‘কৃষাঙ্গ হত্যা’র সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে ট্রাম্প

ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। ‘লিচিং’ শব্দটি যুক্তরাষ্ট্রের বর্ণবাদী ইতিহাসের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে যাচ্ছে। দেশটিতে লিচিং বলতে কৃষ্ণাঙ্গদের গলায় রশি লাগিয়ে বেআইনিভাবে হত্যা করাকে বুঝায়। ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটরা এমন কলঙ্কজনক বর্ণবাদী শব্দটি ব্যবহারের সমালোচনা করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি মঙ্গলবার সাংবাদিকদের জানান, ট্রাম্প বর্ণবাদী ইঙ্গিত দেননি। তিনি বলেন, সংবাদমাধ্যমে যেভাবে তাকে তুলে ধরা হচ্ছে তা তুলে ধরতে প্রেসিডেন্ট অনেক শব্দ ব্যবহার করেছেন, সব ধরনের ভাষা ব্যবহার করেছেন। কিন্তু প্রেসিডেন্ট নিজেকে ভয়াবহ ঐতিহাসের সঙ্গে নিজেকে তুলনা করতে চাননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার একটি টেলিফোন আলাপ ফাঁস হয়। ওই ফোনালাপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। ওই ফোনকলের অনুলিপিও গোপন করতে চেয়েছিল হোয়াইট হাউস। যদিও শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। ট্রাম্পকে তার পদ থেকে সরাতে তদন্ত শুরু করেছে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। তবে এ ইস্যুতে নিজের বিরুদ্ধে তদন্তের উদ্যোগকে ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প।

ট্রাম্প বারবার অভিশংসন তদন্তকে ‘ডাইনি খোঁজা’ বলে সমালোচনা করে আসছেন। তবে এবার পুরো তদন্তকে কৃষ্ণাঙ্গদের হত্যা করার ঘটনার সঙ্গে মিলিয়ে ফেলার কারণে তার ওপর ক্ষেপেছেন আফ্রিকান-আমেরিকান আইনপ্রণেতারা। সাউথ ক্যারোলাইনার ডেমোক্র্যাট নেতা জিম ক্লিবার্ন বলেন, এটি এমন একটি শব্দ যা প্রেসিডেন্ট নিজের ক্ষেত্রে হয়ত ব্যবহার করতে চাননি।

ইলিনয়েসের ডেমোক্র্যাট নেতা ববি রাশ লিখেছেন, আপনার সমস্যা কোথায়? আপনি কি জানেন, কত মানুষকে এভাবে হত্যা করা হয়েছে আপনার মতো লোকদের দ্বারা?

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেছেন, সাংবিধানিক এখতিয়ারে অভিশংসন তদন্তকে আমেরিকার কালো অধ্যায়ের সঙ্গে জড়িয়ে ফেলা উচিত হয়নি প্রেসিডেন্টের।

রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্পকে সমর্থন করলেও তার ভাষা পছন্দ করছেন না। ওহাইয়োর জিম জর্ডান বলেছেন, প্রেসিডেন্ট হতাশ এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, যে কোন অর্থেই এটি লিচিং।

রিপাবলিকান দলের কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কট বলেছেন, আমি অভিশংসন প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করছি কিন্তু আমি লিচিং শব্দটি ব্যবহার করতাম না।

 

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’