X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ১৯:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:৫২

ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ- পিএ (প্যালেস্টানিয়ান অথরিটি)। সেখানকার ৫৯টি নিউজ ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেলের অনুরোধে সাড়া দিয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পিএ। তবে ফিলিস্তিনি সাংবাদিক ও নাগরিক অধিকার কর্মীরা বলছেন এর লক্ষ্য হলো ভিন্নমত ও পিএ সরকারের সমালোচনা দমন করা। ইন্টারনেটের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ

পিএ ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা মান এই নিষেধাজ্ঞার কথা প্রথম প্রকাশ করে। তারা জানায়, নিজেদের সমালোচক ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নির্বাসিত প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দাহলানের সমর্থক ওয়েবসাইট ও পেজকে লক্ষ্যবস্তু বানিয়েছে পিএ কর্তৃপক্ষ। বার্তা সংস্থা মান জানিয়েছে,  প্রসিকিউটর কার্যালয় ইলেক্ট্রনিক ক্রাইম আইনের অধীনে আদালতে আবেদন করার পর সোমবার আদালত এসব ওয়েবসাইটে প্রবেশের সুযোগ বন্ধের আদেশ দেয়। ঘোষণার পরই ফিলিস্তিনি ইন্টারনেট সেবাপ্রদানকারীরা ও টেলিকমিউনিকেশন কোম্পানি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

এরআগে এক নির্বাহী ডিক্রির মাধ্যমে ২০১৭ সালে ইলেক্ট্রনিক ক্রাইম আইন জারির পর পিএ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পশ্চিম তীর ভিত্তিক প্রশাসন ভিন্নমত দমন ও অর্থনৈতিক ও রাজনৈতিক নীতির সমালোচনা ঠেকাতে এই আইন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

পিএ-এর বিরুদ্ধে অভিযোগ তাদের প্রশাসনের কর্মকর্তাদের অবজ্ঞা, ‘জাতীয় নিরাপত্তা’ ও ‘নাগরিক শান্তি’কে হুমকির মুখে ফেলা আর্টিকেল ও ছবি প্রকাশ করা করায় ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি জনমতকে নেতিবাচকভাবে আক্রান্ত করারও অভিযোগ উঠেছে পিএ’র বিরুদ্ধে।

ফিলিস্তিনি কারাবন্দিদের সংহতি নেটওয়ার্ক সামিদুন জানিয়েছে, এই নিষেধাজ্ঞা প্রমাণ করে যে পিএ আরব বসন্তের মতো গণজাগরণের ভয় পাচ্ছে।

নিষিধাজ্ঞার আওতায় পড়া ওয়েবসাইটের মধ্যে রয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক। সংবাদমাধ্যমটির পরিচালক আহমেদ জারার জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এনিয়ে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞার কবলে পড়লেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদমাধ্যমটি অনুসরণ করে প্রায় ৭৮ লাখ মানুষ। জারার জানান তাদের সংবাদকর্মীরা নিয়মিতভাবে ইসরায়েলি ও পিএ কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর হয়রানির মুখে পড়ে। ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্তকে তিনি ম্যাসাকার বলে অভিহিত করেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া