X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নীল নদের বাঁধ নিয়ে আলোচনায় সম্মত মিসর-ইথিওপিয়া

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ১২:২৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:১০

নীল নদের ওপর নির্মিত একটি বাঁধ পরিচালনার শর্ত ঠিক করতে একটি কমিটির কাজ পুনরায় শুরুতে সম্মত হয়েছে মিসর ও ইথিওপিয়া। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের মধ্যে এক বৈঠকের পর মিসরীয় প্রেসিডেন্টের এক মুখপাত্র সম্মতির খবর জানিয়েছেন। ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক টুইট বার্তায় দুই নেতার আলোচনার খবর নিশ্চিত করেছে। নীল নদের বাঁধ নিয়ে আলোচনায় সম্মত মিসর-ইথিওপিয়া

২০১১ সালে নীল নদের ওপর গ্রান্ড ইথিওপিয়া রেঁনেসা (জিইআরডি) বাঁধ নির্মাণের ঘোষণা দেয় ইথিওপিয়া। ছয় হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় এই বাঁধের মাধ্যমে। এর মধ্য দিয়ে আফ্রিকার সর্ববৃহৎ বিদ্যুৎ রফতানিকারক দেশ হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অপরদিকে মিসরের বিশুদ্ধ পানির ৯০ শতাংশের জোগান আসে নীল নদ থেকে। বাঁধ নির্মাণের পর মিসরের জন্য কতটুকু পানি নিশ্চিত করা হবে আর খরার সময়ে পানি ব্যবস্থাপনা কী হবে তা নিয়ে দুই দেশের মতবিরোধ রয়েছে। এছাড়া বাঁধ সংক্রান্ত আরও কয়েকটি বিষয় নিয়ে দেশ দুটির মতবিরোধ রয়েছে। দুই দেশের মধ্যে উত্তপ্ত কূটনৈতিক বিরোধের জেরে মধ্যস্ততার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

বুধবার মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায় তারা ওয়াশিংটনের কাছ থেকে মিসর, ইথিওপিয়া ও সুদানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব পেয়েছে। তবে এই আলোচনার তারিখ নির্দিষ্ট হয়নি। আর অন্য দেশগুলোও এতে সম্মত হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। উল্লেখ্য, নীল নদের বাঁধের সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় দেশ সুদান।

বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের অবকাশ কেন্দ্র সোচিতে রাশিয়া-আফ্রিকা সম্মেলনের পার্শ্ববৈঠকে আল সিসি ও আবি আহমেদের বৈঠকে ওয়াশিংটনের কোনও ভূমিকা আছে কিনা তা স্পষ্ট করেননি মিসরীয় প্রেসিডেন্টের মুখপাত্র। তিনি বলেন, টেকনিক্যাল কমিটি আরও উন্মুক্ত ও ইতিবাচকভাবে তাদের কাজ শুরু করবে। ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ও আল সিসি ও আবি আহমেদের মধ্যে আলোচনার খবর টুইটারপোস্টে নিশ্চিত করেছে।

ইথিওপিয়া, মিসর ও সুদানের কর্মকর্তাদের নিয়ে গঠিত টেকনিক্যাল কমিটি কয়েক বছর ধরে আলোচনা চালালেও চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এমাসের শুরুতে মিসর জানায় চুক্তিতে পৌঁছানো শর্ত চূড়ান্ত করতে ক্লান্ত হয়ে পড়েছে তারা। বাঁধের পাশের জলাধার পূর্ণ করার ঘোষণাও দেয় তারা।  মিসরের বিরুদ্ধে বাঁধ সংক্রান্ত আলোচনা পাশ কাটানোর অভিযোগ তুলে আসছে আদ্দিস আবাবা।

বাঁধটির প্রায় ৭০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। আর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এই সপ্তাহে বলেছেন, তার দেশ বাঁধ নির্মাণ কাজ থামাবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনও সংঘাত তৈরি হলে তার দেশ লাখ লাখ মানুষ সেখানে মোতায়েন করবে। এবছরের নোবেলজয়ী আবি আহমেদ বলেন, কেউ কেউ শক্তি প্রয়োগের কথা বলছেন। কোনও শক্তিই ইথিওপিয়াকে এই বাঁধ নির্মাণ থেকে বিরত রাখতে পারবে না। কিন্তু যুদ্ধ কোনও সমাধান নয়।

 

/জেজে/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!