X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাগদাদির মৃত্যুর ব্যাপারে ট্রাম্পের দাবি নিয়ে সংশয় রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৯, ১৪:১৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৮

সিরিয়ায় শনিবার যুক্তরাষ্ট্রের অভিযানে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর মার্কিন দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযানকালে মার্কিন স্পেশাল ফোর্সের কুকুরের ধাওয়া খেয়ে আত্মঘাতী বিস্ফোরণে তিন সন্তানসহ নিজেকে উড়িয়ে দেয় বাগদাদী। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বাস্তবে ওই অভিযানের কোনও নির্ভরযোগ্য তথ্য মস্কোর হাতে নেই। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বাগদাদির মৃত্যুর ব্যাপারে ট্রাম্পের দাবি নিয়ে সংশয় রাশিয়ার
স্থানীয় সংবাদমাধ্যম আরআইএ-এর সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনশেনকোভ। তিনি বলেন, সিরিয়ার ইদলিবে তুরস্ক নিয়ন্ত্রিত যুদ্ধবিরতি অঞ্চলে সাবেক আইএস নেতা বাগদাদী-র ওপর মার্কিন অভিযানের ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই।

এর আগেও অবশ্য একাধিকবার বাগদাদি নিহত হওয়ার খবর এসেছিল। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখনও বেঁচে আছে এ জঙ্গি নেতা। তখন সিরিয়ার একটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার খবর দেয় সংবাদমাধ্যমটি।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ জানিয়েছিলেন, ২০১৭ সালের মে মাসের শেষ দিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিও ইতোপূর্বে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছিল। সর্বশেষ শনিবার মার্কিন অভিযানে তার মৃত্যুর খবর এলো।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শনিবার রাতে সিরিয়ার ইদলিবে নিখুঁত অভিযান চালানো হয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর রাত্রিকালীন ওই অভিযান ছিল বিপজ্জনক ও দুঃসাহসিক। অভিযানে মার্কিন স্পেশাল ফোর্সের কুকুরের তাড়া খেয়ে আত্মঘাতী বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ নিজেকে উড়িয়ে দেয় আইএস নেতা বাগদাদি।

ট্রাম্প বলেন, ‘আইএস নেতা সারা পথ কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত একমুখ বন্ধ একটি টানেলের মধ্যে ঢুকে মারা গেলো। আত্মঘাতী বেল্ট পরে সে নিজেকে ও তার তিন শিশুকে হত্যা করলো। কুকুরের মতো, কাপুরুষের মতো মারা গেলো। এখন পৃথিবী তুলনামূলক বেশি নিরাপদ।’

/এমপি/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা