X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কারও জীবনের নিশ্চয়তা দেওয়া যায় না: নওয়াজের স্বাস্থ্য প্রসঙ্গে ইমরান খান

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৮

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের দায়  সরকারি প্রতিনিধিদের নিতে হবে বলে সম্প্রতি জানিয়েছে ইসলামাবাদের উচ্চ আদালত। উচ্চ আদালতের এমন অবস্থান সামনে আসার পর এই প্রসঙ্গে সোমবার মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, কারো জীবনের নিশ্চয়তা দিতে পারেন না তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে। সোমবার পাঞ্জাবের এক সমাবেশে বক্তব্য দেন ইমরান খান

গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেয়। জামিনের মেয়াদ শেষের আগে চিকিৎসাজনিত কারণ ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তারপর থেকেই লাখপাত জেলে সাজা ভোগ করছেন তিনি। সম্প্রতি রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ইসলামাবাদ উচ্চ আদালত।

জামিন আবেদনের শুনানিতে নওয়াজের শারিরীক অবস্থার দায় নিতে অস্বীকার করে কেন্দ্রীয় সরকার। তবে এতে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত বলেন, আদালতের সঙ্গে রাজনীতি করবেন না, কারণ আইনে রাষ্ট্রের দায় নির্দিষ্ট করা আছে। ইসলামাবাদ উচ্চ আদালতের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ দিয়ে বলেন, যদি প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব পালন করতো তাহলে বিষয়টি আদালতের কাছে আসতো না।

সোমবার পাঞ্জাবের নানক সাহিব শহরে এক অনুষ্ঠানে নওয়াজ শরিফের স্বাস্থ্য নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাবা গুরু নানক বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইমরান বলেন, আজ আমি একটি সংবাদ পড়লাম যেখানে আদালত প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারকে আগামীকালের মধ্যে নওয়াজ শরিফের জীবনের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ‘যেখানে আমি নিজে আগামীকাল বাঁচবো কিনা তার নিশ্চয়তা দিতে পারি না সেখানে অন্য কারও জীবনের নিশ্চয়তা কিভাবে দেবো’?

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে আর মানুষ কেবল চেষ্টা করতে পারে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রাদেশিক সরকার পূর্ণ চেষ্টা চালিয়েছে। নওয়াজ শরিফকে আমরা সবচেয়ে ভালো চিকিৎসা সেবা দিয়েছি। ইমরান জানান, করাচি থেকে ডাক্তার আনা হয়েছে আর তিনি শওকাত খানম হাসপাতালের প্রধান নির্বাহীকে নওয়াজের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তিনি বলেন, আমরা কেবল চেষ্টা করতে পারি। মানুষ জীবন ও মৃত্যুর নিশ্চয়তা দিতে পারে না। আমরা চেষ্টা করতে পারি, আর কেবল চেষ্টাই করতে পারি।

প্রসঙ্গত, নওয়াজের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের বরাত দিয়ে সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এদিন তার রক্তের প্লাটিলেট কমে ২৮ হাজারে পৌঁছেছে। চিকিৎসকরা তার প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। এছাড়া বিভিন্ন পরীক্ষার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

/জেজে/
সম্পর্কিত
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
সর্বশেষ খবর
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা