X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোবাইল ভিডিওতে কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আলামত

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৫:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:৫৪

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় মোবাইল ধারণ করা ভিডিওতে কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আলামত মিলেছে। ওই ভিডিওতে উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের নৃশংসতার চিত্র উঠে এসেছে। ইতোমধ্যেই জাতিসংঘের পক্ষ থেকে এ ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, মিত্রদের কার্যকলাপের জন্য আঙ্কারাকেও দায়ী করা হতে পারে। অন্যদিকে এ ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। মোবাইল ভিডিওতে কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আলামত
প্রতিবেদনে বলা হয়, কুর্দি বিদ্রোহীদের লাশের পাশেই একদল শ্মশ্রুধারী ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার করছে। একজন তার স্মার্টফোন বের করে এ দৃশ্য ধারণ করছেন এবং বলছেন, আমরা ফায়লাক আল মাজদ ব্যাটালিয়নের মুজাহিদিন।

কিছুটা দূরে এক নারীর রক্তাক্ত শরীরে পা রাখতে দেখা যায় কিছু লোকজনকে। একজন বাজে ভাষায় কিছু বলে উঠেন।

ভয়ঙ্কর এই ফুটেজকে আইএস-এর নৃশংসতার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু এ ভিডিও-র বিদ্রোহীরা আইএস যোদ্ধা নয়। তারা তুর্কি সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির সদস্য।

গত ২১ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে এই ভিডিওটি ধারণ করা হয়। বিদ্রোহীদের কাছে পদদলিত হওয়া ওই নারী হচ্ছেন আমারা রেনাস। তিনি সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি-র নারী ইউনিটের একজন সদস্য। তিনিও নিহত হয়েছেন।

গত ৯ অক্টোবর সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী অঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তার আগ মুহূর্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। বেশ কয়েক দিনের অভিযানের পর ওই অঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের সরিয়ে দিতে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আঙ্কারা পৃথক দুটি চুক্তি করে। আট বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকেই ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারেনি দামেস্ক। অক্টোবরের শুরুতে সিরীয় কুর্দি বাহিনীর কাছ থেকে সীমান্তবর্তী গ্রাম রাস আল আইনের দখল নেয় তুর্কি সেনারা। পরে তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) অভিযান চালিয়ে কুর্দিদের সরিয়ে দিয়ে গ্রামটির দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ইতোমধ্যেই সিরিয়ার উত্তরাঞ্চলীয় দরবাসিয়া শহরের কাছে সীমান্তবর্তী এলাকায় আকাশ ও স্থলপথে যৌথ টহল শুরু করেছে তুরস্ক ও রাশিয়া। ওই অঞ্চল থেকে কুর্দিদের সরিয়ে সেখানে ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠায় দুই দেশের চুক্তির পর শুক্রবার (১ নভেম্বর) সেখানে রাশিয়ার প্রায় ৩০০ সেনা ও ২০টি সাঁজোয়া যান নিয়ে তুর্কি বাহিনীর সঙ্গে টহল শুরু করে রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৯টি সামরিক যানে করে সিরিয়ার সীমান্তবর্তী এলাকার ১১০ কিলোমিটার পথ তুর্কি বাহিনীর সঙ্গে যৌথ টহল দেবে রুশ সামরিক পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা