ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশের পর তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শনিবার (২ নভেম্বর) ভারতের প্রকাশ করা মানচিত্র ‘ভুল এবং এটার কোনও আইনগত ভিত্তি নেই’ দাবি করে রবিবার এক বিবৃতি দেয় ইসালামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. ফয়সাল জানিয়েছেন, ভারত জম্মু ও কাশ্মির অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলগিত-বালতিস্তান এবং আজাদ কাশ্মিরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে। এর কোনও আইনগত ভিত্তি নেই। এটা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সদ্য ঘোষিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মির এবং লাদাখের সীমানা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটিতে ভারতের একটি নতুন রাজনৈতিক মানচিত্রও রয়েছে, যার মধ্যে এখন পাকিস্তান অধিকৃত কাশ্মিরও অন্তর্ভুক্ত করেছে তারা।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জম্মু-কাশ্মির ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।