X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১১:০০আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১১:০৭

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ৬০ বছর ধরে এই নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র।   বৃহস্পতিবার পাশ হওয়া এই আহ্বানে অর্থনৈতিক,বাণিজ্যিক ও ব্যবসায়িক নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানানো হয়।

কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের

১৯৬০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-কিউবার মধ্যে সম্পর্ক শীতল হতে থাকে। এরপর প্রায় পাঁচ দশক ধরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল। এ কারণে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কও নষ্ট হয়। পরে কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগী হয় ওবামা প্রশাসন। দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তিও হয়। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আবারও দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। গত বছরের জুনে ওবামা প্রশাসনের কিউবা নীতি পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প।

এক টুইট বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, ‘এই নিষেধাজ্ঞা তারা সত্যিকার অর্থেই বহাল রেখেছে। কিন্তু আমরা আন্তর্জাতিক সমর্থন নিয়ে এর মোকাবিলা করবো। কিউবার পক্ষে এত সমর্থন আসায় আমি কৃতজ্ঞ।  

পরিষদে ১৮৭টি দেশই কিউবার পক্ষে ভোট দেয়। নিষোধাজ্ঞার পক্ষে রায় দেয় ৩টি দেশ। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ব্রাজিল। আর বিরত ছিলো কলম্বিয়া ও ইউক্রেন।

গত ২৮ বছর ধরেই জাতিসংঘের এই প্রস্তাবের বিরোধিতা করে আসছিলো যুক্তরাষ্ট্র। তবে ২০১৬ সালে প্রথমবারের মতো নিজেদের অবস্থান থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। কিউবার সঙ্গে সম্পোর্কন্নয়নের চেষ্টা করে ওবামা প্রশাসন। ২০১৭ সালে আবারও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পক্ষেই অবস্থান নেয়। বিশ্বের ১৯১টি দেশ জাতিসংঘে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দিলেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি রাখে। তাদের সমর্থন দেয় ইসরায়েল।

 

/এমএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক