X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘শিশুকে ললিপপ দেওয়ার মতো মুসলমানদের জমি দিয়েছে আদালত’

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:০৩

বাবরি মসজিদ মামলায় মুসলিমদের পক্ষের বাদী হাজি মেহবুব বলেছেন, শিশুদের যেমন করে ললিপপ দেওয়া হয়, তেমন করে মুসলিমদের অযোধ্যায় জমি দেওয়া হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট মসজিদের স্থানে মন্দির নির্মাণ আর মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি দেওয়ার রায়ের পর এ মন্তব্য করেন তিনি। তবে মুসলিমদের একাংশ রায় পুনর্বিবেচনার আবেদনের কথা বললেও বেশিরভাগই রায় মেনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

‘শিশুকে ললিপপ দেওয়ার মতো মুসলমানদের জমি দিয়েছে আদালত’

বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, বিতর্কিত স্থানটি সরকারি ট্রাস্টকে দেওয়া হবে। বাবরি মসজিদের ওই ২ দশমিক ৭৭ একর জমি পাবে হিন্দুরা। আগামী তিন মাসের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে সরকার। পরে সেখানে মন্দির  নির্মাণ করবে তারা। পরিবর্তে অযোধ্যার অন্য কোনও স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি পাবে মুসলিমরা।

মেহবুব বলেন, ‘আমাদের সঙ্গে জমি দিয়ে যে আচরণ করা হয়েছে তা শিশুকে ললিপপ দেওয়ার মতোই।’ এ বিষয়ে তিনি উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরাইব জিলানিকে সমর্থন করেছেন। রায়ের পর জিলানি জানিয়েছিলেন, আপিল করার বিষয়টি বিবেচনা করবেন তারা। জিলানি সংবাদ সম্মেলনে বলেন, ‘অযোধ্যা মামলার রায়ের প্রতি শ্রদ্ধাশীল তবে আমরা সন্তুষ্ট নই। পাঁচ একর জমির মূল্য নেই মুসলিমদের কাছে।’

আদালতের নির্দেশনা ঘোষণার একদিন আগে মুসলিম নেতা ও আলেমরা রায় যাই হোক কেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। রায়ের আগে মুসলিম পক্ষের প্রতিনিধি ইকবাল আনসারি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আদালতের রায় শ্রদ্ধা করে মেনে নেব।’

পরে দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাবরি মসজিদ নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত না।

অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন ও লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বাবরি মসজিদ মামলার রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মুসলমানদের দানের পাঁচ একর জমির প্রয়োজন নেই। 

 

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া