X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের আগে সাইবার হামলার কবলে যুক্তরাজ্যের বিরোধী দল

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ০২:৪২আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:৪২

সাধারণ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে সাইবার হামলার কবলে পড়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি। মঙ্গলবার দলটির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের ডিজিটাল প্লাটফর্মকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ক্ষেত্রে নির্বাচনি প্রচারণার গতি কমে গেলেও কোনও গোপনীয় তথ্য বেহাত হয়নি বলে দাবি করেন তিনি। তবে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থাগুলো আগেই নির্বাচনি প্রচারণার সময়ে রাশিয়া ও অন্যদেশগুলোর সাইবার হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দেয়। লেবার পার্টির নেতা জেরেমি করবিন

দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-জনসন সমঝোতা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তা অনুমোদন পায়নি। ২৮ অক্টোবর ইইউ-এর পক্ষ থেকে ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সূচি ৩১ অক্টোবর থেকে ৩ মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রস্তাবে সোমবার আনুষ্ঠানিকভাবে সম্মতি জানান বরিস জনসন। ২৯ অক্টোবর ব্রিটিশ এমপিরা আগাম নির্বাচনে জনসনের প্রস্তাবে সায় দেন। ফলে আগামী ১২ ডিসেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯২৩ সালের পর ডিসেম্বরে এটিই হবে প্রথম নির্বাচন।

এই নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে অনলাইনে প্রচার শুরু করে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। এই প্রচার শুরুর পরই রাশিয়া ও অন্যদেশের সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করে দেয় দেশটির নিরাপত্তা সংস্থা।

মঙ্গলবার লেবার পার্টির মুখপাত্র এক বিবৃতিতে জানান, তাদের ডিজিটাল প্লাটফর্মকে লক্ষ্য করে বড় আকারের সাইবার হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে দেশটির জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টারকে অবহিত করা হয়েছে বলে জানানো হয় এতে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কয়েকটি ক্ষেত্রে প্রচারণার গতি ধীর হলেও পরে তা ঠিক করা হয়েছে। তবে এই হামলার জন্য নির্দিষ্ট কাউকে দায়ী করা হয়নি।

সাইবার হামলাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, সোমবার এই হামলা শুরুর পর তাদের দলের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে তা ঠেকিয়ে দিতে সক্ষম হয়। তিনি বলেন, ‘তবে এ থেকে আগামী নির্বাচনে কোনসব বিষয়ের মুখোমুখি হতে হবে তার ইঙ্গিত পাওয়া যায়। সার্বিকভাবে এটা নিয়ে আমি খুবই চাপ অনুভব করছি’।

 

/জেজে/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!