X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতের সম্ভর লেকে মারা গেছে হাজার হাজার পাখি

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ২০:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২০:২৩
image

ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরে সম্ভর লেক সংলগ্ন এলাকায় হাজার হাজার পাখির মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে অতিথি পাখিও রয়েছে। তবে ঠিক কী কারণে পাখিগুলো মারা গেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দূষণের কারণে পাখিগুলো মারা গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মরা পাখি পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা।

ভারতের সম্ভর লেকে মারা গেছে হাজার হাজার পাখি

ভারতের সবচেয়ে বড় নোনা পানির হ্রদ এই সম্ভর হ্রদ। মনে করা হচ্ছে পানিতে দূষণের কারণেই পাখিদের মৃত্যু হয়েছে। লেক থেকে ১২-১৩ কিলোমিটারের মধ্যে এই পাখিগুলোকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রতিবছরই অক্টোবরের শেষ দিকে সাইবেরিয়া থেকে অতিথি পাখিদের ঝাঁক আসতে শুরু করে রাজস্থানের এই লেকে। যার মধ্যে অধিকাংশটাই ফ্লেমিঙ্গো। জানা গেছে, মৃত পাখিগুলোর মধ্যে রয়েছে কুট, ব্ল্যাক উইংড, স্টিল্ট, নর্দার্ন শোভেলার্স, রুডি শেলডাকের মতো পাখি। তবে পাখি মারা যাওয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি রাজস্থান সরকারের বন্যপ্রাণী বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিগুলোর দেহ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ বোঝা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, প্রায় ৫ হাজার অতিথি পাখির মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত দেড় হাজারের মতো পাখি মারা গিয়েছে।

বন অধিকর্তা রাজেন্দ্র জখর জানিয়েছেন, ‘কয়েকদিন আগে ওই এলাকায় শিলাবৃষ্টি হয়েছিল। সেই কারণেও এই পাখিগুলোর মৃত্যু হতে পারে।’ অন্যদিকে অশোক রাও নামের এক প্রাণী চিকিৎসক জানিয়েছেন, ‘অনেক সময়ে অতিথি পাখিদের মধ্যে বার্ড ফ্লুর প্রবণতা থাকে। সেই কারণেও মৃত্যু হতে পারে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে। যে পরীক্ষাগারে পাখিগুলোর দেহ পরীক্ষা করা হয়েছে তার অধিকর্তা সঞ্জয় শর্মা বলেন, ‘কী কারণে মৃত্যু আগে সেটা জানতে হবে। সেটা না করতে পারলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও সম্ভব হবে না।’

অতিথি পাখি দেখার জন্য পর্যটক ও পক্ষীপ্রেমীদের ভিড় জমে যায় সম্ভর লেকে। স্থানীয়দের বক্তব্য, এত পাখির মৃত্যুর পর অন্য পাখি এই এলাকা ছেড়ে অন্যত্র উড়ে যেতে শুরু করেছে। অন্য বছর এই সময়ে বিদেশি পাখিতে গিজগিজ করে সম্ভর লেক। কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী