X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অধিগ্রহণ করা জমি থেকেই মসজিদের জায়গা চায় ভারতীয় মুসলিমরা

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:১১

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি খোঁজা শুরু করেছে উত্তর প্রদেশ সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, আকর্ষণীয় ও বিখ্যাত কোনও জায়গায় জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার অন্যতম বাদী ইকবাল আনসারী বলছেন, মসজিদের জন্য জমি বরাদ্দ দিলে তা অবশ্যই বিরোধপূর্ণ স্থানে সরকারের অধিগ্রহণ করা ৬৭ একর জমির মধ্য থেকেই বরাদ্দ করতে হবে। একই মনোভাব দেখিয়েছেন স্থানীয় মুসলমান নেতারাও।

অধিগ্রহণ করা জমি থেকেই মসজিদের জায়গা চায় ভারতীয় মুসলিমরা

শতাব্দী প্রাচীন বিবাদে ইতি টেনে গত ৯ নভেম্বর (শনিবার) অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, বিতর্কিত ২.৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যার যেকোনও স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

বিরোধপূর্ণ ওই স্থানের ৬৭ একর ভূমি ১৯৯১ সালে অধিগ্রহণ করে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের রায়ের পর অন্যতম বাদী ইকবাল আনসারি বলেছেন, ‘তারা যদি আমাদের জমি দিতে চায়, তাহলে আমাদের সম্মতির ভিত্তিতে দিতে হবে। আর তা দিতে হবে ওই অধিগ্রহণ করা ৭৬ একর জমির ভেতর থেকেই। তাহলেই কেবল আমরা তা নেবো। অন্যথায় আমরা প্রস্তাব প্রত্যাখ্যান করবো। মানুষ যেরকম বলছে চৌদ্দ কোস থেকে বের হয়ে যাও আর মসজিদ বানাও। এটা ন্যায্য নয়’। গত শনিবার রায় ঘোষণার পর আনসারি বলেছিলেন, সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন না তিনি।

স্থানীয় মুসলিম নেতা মাওলানা জালাল আশরাফ বলেছেন, মুসলমানরা মসজিদ বানাতে নিজেরা জমি কিনে নিতে পারে, এজন্য সরকারের ওপর নির্ভর করে থাকা লাগে না। ‘যদি আদালত ও সরকার আমাদের আবেগ সামান্যতম নিরসন করতে চায় তাহলে অধিগ্রহণ করা জমি থেকেই ওই ৫ একর জমি দিতে হবে। ওই এলাকার মধ্যে ১৮ শতকের মুসলিম সাধক কাজী কুদওয়ার দরগাহ ও বহু কবরস্থান রয়েছে।

সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের সাধারণ সম্পাদক খালেক আহমেদ খানও একই রকম মত পোষণ করেন। ঐতিহাসিক ওই মামলায় মুসলমানদের পক্ষে অপর এক বাদী ছিলেন হাজী মাহবুব। তিনি বলেন, আমর এই ললিপপ গ্রহণ করবো না। আমাদের জমি কোথায় দেওয়া হবে তা অবশ্যই পরিষ্কার করতে হবে। অযোধ্যা মিউনিসিপ্যাল করপোরেশনের কর্পোরেটর হাজী আসাদ আহমেদ বলেন, বাবরি মসজিদের বিনিময়ে তারা কোনও জমি চান না। তিনি বলেন, সরকার বা আদালত যদি আমাদের মসজিদের জন্য জমি দিতে চায় তাহলে অবশ্যই অধিগ্রহণ করা ৬৭ একর জমি থেকেই দিতে হবে, অন্যথায় আমরা কোনও অনুদান চাই না।

জমিয়ত উলামা হিন্দের অযোধ্যা শাখার প্রেসিডেন্ট মাওলানা বাদাহ খান বলেন, মুসলমানরা বাবরি মসজিদের জন্য মামলায় লড়েছেন, অন্য কোনও জমির জন্য নয়। তিনি বলেন, আমরা অন্য কোথাও জমি চাই না। এর পরিবর্তে আমরা এই জমি রাম মন্দিরের জন্যও দিয়ে দিতে পারি।

সমাজকর্মী ইউসুফ খান বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর এই ইস্যু শেষ হয়ে গেছে। আর মসজিদের জন্য অতিরিক্ত জমি দরকার নেই। তিনি বলেন, ধর্মীয় প্রয়োজন মেটাতে অযোধ্যায় আমাদের যথেষ্ট মসজিদ রয়েছে, সর্বোচ্চ আদালত রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছেন। এই ইস্যু এখন শেষ। 

এদিকে উত্তর প্রদেশ সরকার মসজিদের জন্য জমি খোঁজা শুরু করেছে। তবে ভূমি ইস্যুতে আলোচনার জন্য আগামী ২৬ নভেম্বর লখনৌতে  বৈঠক ডেকেছে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড।

 

/এমএইচ/জেজে/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!