X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

'ভারতীয় স্বার্থ রক্ষা'য় ৬৫ দেশে সক্রিয় দুই শতাধিক ভুয়া ওয়েবসাইট

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ১৭:১২আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:১৪
image

ইউরোপ ভিত্তিক এক বেসরকারী সংস্থা তাদের সাম্প্রতিক এক অনুসন্ধানে জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে জনমত গঠন ও ভারতের কূটনৈতিক স্বার্থ রক্ষায় ৬৫ দেশে দুই শতাধিক ওয়েবসাইট সক্রিয় রয়েছে। ভারতীয় নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট এই ওয়েবসাইটগুলো কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন রদ করার পর বিশ্বজুড়ে এ বিষয়ে ভারতের পক্ষে সমর্থন জোগাতে কাজ করছে। ওই অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম ও সুইডেনসহ বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আইনপ্রণেতাদের প্রভাবিত করতে এসব ভুয়া সংবাদ-ভিত্তিক ওয়েবসাইট পরিচালিত হচ্ছে।

'ভারতীয় স্বার্থ রক্ষা'য় ৬৫ দেশে সক্রিয় দুই শতাধিক ভুয়া ওয়েবসাইট

ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় স্বার্থরক্ষার বিষয়টি তুলে এনেছে ইইউডিজইনফোল্যাব নামের একটি সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ ও তাদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাংঘর্ষিক কোনও ভুয়া সংবাদ কিংবা প্রচারণার বিরুদ্ধে কাজ করে ওই সংস্থা। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নেটওয়ার্কের আওতায় বেশিরভাগ ওয়েবসাইটই স্থানীয় কোনও বিলুপ্ত সংবাদপত্রের নামে রাখা হতো। কখনও কখনও মূল সংবাদমাধ্যমের ভুয়া সাইট তৈরি কিংবা কেসিএনএ, ভয়েস অব আমেরিকা ও ইন্টারফ্যাক্সের মতো বার্তা সংস্থার সংবাদ পুনরায় প্রকাশ করে তারা।  এমন কিছু ওয়েবসাইট হলো ‘দ্য মিরর অব অস্ট্রেলিয়া ডটকম দ্য টাইমস অব সিলন ডটকম, দ্য হুভার গেজেট ডটকম, দ্য সিয়াটল স্টার ডটকম, মিয়ামি ভ্যালি চ্যানেল ডটকম, টাইমস অব জেনেভা ডটকম ও ডাবলিং গেজেট ডটকম।’  এই ওয়েবসাইটগুলোতে ভারতীয় আন্দোলন ও সংবাদের পাশাপাশি পাকিস্তানবিরোধী সংবাদ থাকতো। 

সংস্থাটি জানায়, বেশিরভাগ ওয়েবসাইটেরই টুইটার অ্যাকাউন্টও ছিলো।  ইইউ ডিজইনফো ল্যাব জানায়, এই ভুয়া সংবাদ আউটলেটগুলো আন্তর্জাতিক সংস্থা নির্বাচিত প্রতিনিধিদের কিছু নির্দিষ্ট ঘটনা ও আন্দোলনের বিষয়ে প্রভাবিত করতে চেয়েছিলো। এছাড়া এনজিওগুলোকে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে কার্যকরী সংবাদ বিষয়ক জিনিসপত্র দেওয়া হয় যাতে করে পাকিস্তান নিয়ে সাধারণ মানুষের ধারণা প্রভাবিত করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, এই ওয়েবসাইটগুলোতে সংবাদ কয়েক ধাপে প্রকাশিত হতো। একটি সংবাদমাধ্যম আরেকটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ঘটনা প্রকাশ করতো যেন সহজে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন না ওঠে।

ইইউ ডিজইনফোল্যাব জানায়, অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের টাস্ক ফোর্স হিসেবে পরিচিত ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ইস্ট স্ট্রাটকম জানায় ‘ইপিটুডে ডটকম’ স্বঘোষিত ইইউ ওয়েবসাইট। তারা রাশিয়া টুডে ও ভয়েস অব আমেরিকা থেকে সরাসরি অনেক সংবাদ প্রকাশ করতো। এর মধ্যে পাকিস্তান ও ভারত বিষয়ক অনেক কলাম ও নিবন্ধও থাকতো। দেখা যায় ইপি টুডে ভারতীয় ব্যবসায়ীরা পরিচালনা করতেন এবং তাদের সঙ্গে গবেষণা প্রতিষ্ঠান, এনজিও ও শ্রীবাস্ত গ্রুপসহ অনেক বড় একটি নেটওয়ার্ক যুক্ত ছিলো।

প্রতিবেদনে বলা হয়, `আমরা শ্রীবাস্ত গ্রুপের আইপি অ্যাড্রেসের মাধ্যমে জানতে পারি সেখান থেকে অনলাইন মাধ্যম নিউ দিল্লি টাইমস ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন অ্যালাইনড স্টাডিজ (আইআইএনএস) পরিচালন করা হতো। আর এর সবগুলোর কেন্দ্রীয় ঠিকানাই ভারতের দিল্লিতে।  কয়েক সপ্তাহ পরেই আইআইএনএস ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন সদস্যকে কাশ্মির সফর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানায়।

ইইউ ডিজইনফোল্যাবের তদন্তে আরও বেরিয়ে আসে যে টাইমস অব জেনেভা ৩৫ বছর ধরে এই কাজ করছিলো। তারা ইপি  টুডের মতো তারাও একই সংবাদ প্রকাশ করে ও ভিডিও তৈরি করে। সেখানে কাশ্মির সহিংসতায় পাকিস্তানের সমালোচনা করা হয়।

এদিকে, কোয়ার্টজ ইন্ডিয়া জানিয়েছে, ইইউ ডিজইনফোল্যাব তাদের অনুসন্ধানে প্রতারণামূলক প্রতিষ্ঠান, অপ্রচলিত গণমাধ্যম ও আইনিভাবে অস্তিত্বহীন সংগঠনের মধ্যে যোগসাজশ খুঁজে পেয়েছে। এরা সম্মিলিতভাবে ইইউ ও জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে থাকে। এসব প্রচারণার মূল উদ্দেশ্য ছিল গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন রদ করার সিদ্ধান্তের পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন আদায় করা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক