X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১০:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:১৯

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকার কাছে রবিবার মিসাইল হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ফলে কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা
বাগদাদের গ্রিন জোন এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং বিদেশি মিশন ভবনগুলো অবস্থিত। এই জোনের কাছেই রবিবার তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইতোপূর্বে সরকারবিরোধী বিক্ষোভেও বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন জোনে সহিংসতার ঘটনা ঘটে। ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের হিসাবে গত ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৩২৫ জন ইরাকি নাগরিক। আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তবে নির্বিচারে গুলিবর্ষণ করে বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞের মধ্যেই ইরাক সরকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ ইরান।

গত ১ সেপ্টেম্বর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। গ্রিন জোন ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে ইরাকি পুলিশ। অব্যাহত গণবিক্ষোভের মধ্যেই রবিবার গ্রিন জোনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো। তবে এর সঙ্গে বিক্ষোভকারীদের কোনও সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা