X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পার্লামেন্ট অভিমুখে জেনএনইউ শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৮

বেতন বৃদ্ধির প্রতিবাদে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনএউ) শিক্ষার্থীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছে। তাদের বাধা দিতে পুলিশ লাঠিচার্জ করলে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্লামেন্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।

পার্লামেন্ট অভিমুখে জেনএনইউ শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

এতোদিন বছরে আড়াই হাজার টাকা বেতন দিতে হতো জেএনইউ শিক্ষার্থীদের। সেই বেতন বেড়ে হয়েছে সাত হাজার টাকা। শিক্ষার্থীদের অভিযোগ, নিম্নবিত্ত কোনও পরিবারের পক্ষে সন্তানের শিক্ষার জন্য এই বিপুল পরিমাণ ব্যয় বহন করা প্রায় অসম্ভব। বেতন বৃদ্ধির ফলে বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া না মেলায় তারা প্রতিবাদ মিছিলে নামতে বাধ্য হয়েছেন। 

বিগত তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আন্দোলন চলছিলো। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের চারপাশে ব্যারিকেড বসানো হয়, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সোমবার ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে যেতে থাকে শিক্ষার্থীরা। তাদের দাবি, এই মিছিল জনশিক্ষা বাঁচানোর আন্দোলন। তারা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনে পার্লামেন্ট সদস্যদের হস্তক্ষেপ চেয়ে আবেদন করবেন।

গত সপ্তাহে জনসম্পদ ও উন্নয়নমন্ত্রী রামেশ পখিরিয়ালকে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন ক্যাম্পাসে তিন ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়েছিলো। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। তবে নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে তাকে আটকে দেয়। 

দিল্লি পুলিশ আইন নিজের হাতে তুলে না নিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। উপপুলিশ কমিশনার মন্দিপ সিং বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী