X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৪৮

সাড়াজাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১০ সালে তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানিয়েছেন সুইডেনের প্রসিকিউটররা। তবে তাদের দাবি, অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাসযোগ্য। তবে প্রমাণ দুর্বল।

  ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অ্যাসাঞ্জ

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ১১ এপ্রিল তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক ‘যুক্তরাজ্যের গুয়ানতানামো বে’ খ্যাত কুখ্যাত কারাগারে রাখা হয়েছে তাকে। বর্তমানে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন তিনি।

সুইডেনের পাবলিক প্রসিকিউশনের উপপরিচালক ইভা মারি পারসন বলেন, আমার মনে হয় সব ধরনের অনুসন্ধান করা সম্ভব। তবে তথ্য প্রমাণ খুব শক্তিশালী নয়।  

সুইডেনের দুই নারী অভিযোগ করেছিলেন তাদের অনিচ্ছা সত্ত্বেও অ্যাসাঞ্জ যৌনপ্রতিরোধক ছাড়াই মিলনে লিপ্ত হয়েছিলেন। তবে অ্যাসাঞ্জের দাবি, কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করেননি তিনি। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের অ্যাকটিভিস্টরাও এই অভিযোগকে হাস্যকর মনে করেন। 

এক বিবৃতিতে মারি পারসন বলেন, ‘আমি বলতে চাই বাদী খুবই বিশ্বাসযোগ্য অভিযোগ করেছেন। তার বিবৃতি স্পষ্ট ও বিশদ। তবে আমার মনে হয় তার প্রমাণাদি এত দুর্বল হয়ে পড়েছে যে এখন আর তদন্ত কার্যক্রম চালানোর প্রয়োজন নেই।

এর আগে লন্ডনের ইকুয়েডর দুতাবাসে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় বিবেচনায় নিয়ে ২০১৭ সালে বন্ধ করে দেওয়া হয় এই অভিযোগের তদন্ত। বাতিল করা হয় তার বিরুদ্ধে সুইডেনের জারি করা আন্তর্জাতিক পরোয়ানা।চলতি বছর এপ্রিলে রাজনৈতিক আশ্রয় বাতিলের পর ইকুয়েডর দূতাবাস কর্তৃপক্ষ যুক্তরাজ্যের পুলিশ ডেকে অ্যাসাঞ্জকে ধরিয়ে দেওয়ার পর ওই মামলার তদন্ত পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন ধর্ষণের অভিযোগ তোলা নারীর আইনজীবী। 

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা