X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লন্ডনে চিকিৎসা নিচ্ছেন নওয়াজ শরিফ

অদিতি খান্না, যুক্তরাজ্য
২০ নভেম্বর ২০১৯, ২২:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২৩:২৫

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নেওয়া শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লন্ডনে পৌঁছানোর একদিন পর বুধবার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। 

লন্ডনে চিকিৎসা নিচ্ছেন নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লেটলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২০০০-এ নেমে এলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লেটলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এরকম পরিস্থিতিতে শুক্রবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যায় তার পরিবার।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ঊর্ধ্বতন নেতারা বলে, সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে দেখা করবেন। দলের মুখপাত্র বলেন, ‘হারলি স্ট্রিট ক্লিনিকের পরামর্শকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট রয়েছে তার। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

লন্ডনে নওয়াজের সঙ্গে রয়েছেন তার ভাই শেহবাজ শরিফ ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান। মঙ্গলবার রাতেই দোহা হয়ে লাহোর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পৌঁছান তিনি। সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যান তার ছেলে হাসান ও হুসেইন নওয়াজ এবং মেয়ে আসমা শরিফ।

এ সময় লন্ডনে তার বাড়ির সামনে বেশ কিছু সমর্থক জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলো। সাংবাদিকদের হুসেন নওয়াজ বলেন, আমি চাই না এটা কোনোভাবে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখা হোক। এই মুহূর্তে নওয়াজ শরিফের সুস্থতা সবচেয়ে বেশি জরুরি।’

তিনি আরও বলেন, আমি বলেছি থ্রোম্বোসাইটোপিনিয়া ও প্লাটিলেট কমে যাওয়ার ব্যাপারে তদন্ত প্রয়োজন। বিষক্রিয়ার মাধ্যমে এটা হতে পারে। তবে আবারও বলছি, এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি নওয়াজ শরিফের চিকিৎসা ও সুস্থতা।

নওয়াজ শরিফকে ইমিউন সিস্টেম অর্ডার ও কিডনি চিকিৎসা করতে হয়েছে। এরপর লন্ডনে উন্নত চিকিৎসার জন্য অনুমতি মেলে তার।

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। গত সেপ্টেম্বরে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ৫ লাখ রুপিতে নওয়াজ ও তার পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের জামিন মঞ্জুর করেন আদালত। দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত শরিফ চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জন্য জামিন চেয়ে পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত ২৬ মার্চ শুনানির পরে প্রধান বিচারপতি আসিফ সঈদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ৫০ হাজার পাকিস্তানি রুপির বন্ডের বিনিময়ে ছয় সপ্তাহের জামিন দেয়।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া