X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কলকাতায় টাকার বৃষ্টি! (ভিডিও)

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ১৪:০১আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৬:৫৩

দৃশ্যটি একেবারে হলিউড কিংবা বলিউডের কোনও চলচ্চিত্রের মতোই। বহুতল ভবন থেকে বৃষ্টির মতো পড়ছে টাকার নোট আর নিচে রাস্তায় তা সংগ্রহ করতে মানুষের হুড়োহুড়ি। কিন্তু এমন ঘটনাই বুধবার ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তবে সামান্য পার্থক্য রয়েছে। চলচ্চিত্রে সাধারণত কোনও স্যুটকেস বা ব্যাগ থেকে টাকা ছড়িয়ে পড়ে আর কলকাতায় তা ফেলে দেওয়া হলো অফিস থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকাল তিনটার দিকে কলকাতার ব্যস্ততম বেন্টিঙ্ক স্ট্রিটের একটি ভবনে অভিযান চালান আয়কর কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা আজমল খান বলেন, বিকাল তিনটার দিকে ঘটনাটি শুনি আমি। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার অফিস কাছেই ছিল, তাই দৌড়ে সেখানে যাই। গিয়ে দেখি দুই হাজার ও ৫০০ টাকার নোট আকাশে উড়ছে।

ভবনটি স্থানীয় আয়কর কার্যালয়ের কাছেই। এর আগে এখানে ওরিয়েন্ট চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ছিল। এখন সেখানে বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন জানান, টাকা পড়তে দেখে অনেকেই তা ধরতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ ভিডিও ধারণ করেন। 

কলকাতায় টাকার বৃষ্টি! (ভিডিও)

এক প্রত্যক্ষদর্শী বলেন, ভবনটির ছয়তলা থেকে কেউ টাকার নোট ফেলছিল। বাতাস নোটগুলোকে রাস্তার দিকে নিয়ে আসে। অনেক নোট ভবনের আঙিনায় পড়ে। কিন্তু কেউ সেগুলো সংগ্রহ করতে যায়নি।

স্থানীয় পুলিশের মতে, প্রায় ৩ লাখ ৭৪ হাজার রুপি ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রের মতে, আয়কর কর্মকর্তারা এম কে পয়েন্ট ভবনে দুপুর আড়াইটার দিকে পৌঁছায়। তারা পৌঁছার কয়েক মিনিটের মধ্যেই ভবনটির ছয়তলার একটি জানালা থেকে টাকার বান্ডিল ছুড়ে ফেলা হয়। ঘটনা কি ঘটছে তা বুঝতে পথচারীদের কিছুটা সময় লেগে যায়। মুহূর্তের মধ্যে ভবনটি ঘিরে মানুষ জড়ো হতে শুরু করেন।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আয়কর কর্মকর্তারা। তবে একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এই অভিযান চালিয়েছে। জানালা দিয়ে যে নোট ফেলা হয়েছে সেগুলো জাল না আসল তা আমরা নিশ্চিত নই। এ অবস্থায় কিছুই বলা যাচ্ছে না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান