X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বলিভিয়ায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোরালেসের আহ্বান

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ০৫:৪৮আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৫:৫২
image

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ‘গণহত্যা’ বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। বুধবার (২০ নভেম্বর) তিনি এ আহ্বান জানান।

বলিভিয়ায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোরালেসের আহ্বান

২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনে। এক পর্যায়ে মোরালেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। ১০ নভেম্বর (রবিবার) সেনাবাহিনী ও বিরোধী রাজনৈতিক শক্তির চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস। পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় মেক্সিকো। একদিন পর তিনি মেক্সিকোয় পৌঁছে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। এরই মধ্যে ১২ নভেম্বর পার্লামেন্টে কোরাম সংকটের মধ্যে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। এরপরই রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানান মোরালেস। আর তাকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন করে তার সমর্থকরা। পরে তাদের সঙ্গে পুলিশের কয়েক দিনের সংঘর্ষে এ পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বুধবার মোরালেস বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর বলিভিয়ার অন্তর্বর্তী সরকার মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করছে।’ বলিভিয়ার এল আলতো শহরে একটি গ্যাস স্থাপনা অবরোধের সময় পুলিশের গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হওয়ার পর মোরালেস এ আহ্বান জানালেন।

বলিভিয়ার বামপন্থী এ নেতা জাতিসংঘ এবং মানবাধিকার সংক্রান্ত ইন্টার-আমেরিকান কমিশনের প্রতি হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানানো এবং তার সমর্থকদের ওপর গণহত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এর একদিন আগে মোরালেস বলিভিয়ার অন্তর্বর্তী সরকার এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার নীতি গ্রহণের অভিযোগ করেন। তিনি বলেন, তার সমর্থকদের ব্যাপারে সরকার এই নীতি গ্রহণ করেছে। 

/এইচকে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী