X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ৮০ শতাংশ কমেছে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ০৭:৪০আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০৮:২৩

গত দুই সপ্তাহে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস। শুক্রবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, এভাবে উত্তেজনা কমতে থাকলে ইয়েমেন সামগ্রিক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাবে। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ৮০ শতাংশ কমেছে: জাতিসংঘ

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর স্কুল, বাজার ও হাসপাতালে বোমা হামলায় শিশুসহ এক লাখেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে প্রায় এক কোটি মানুষ।

শুক্রবার জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গত কয়েক সপ্তাহে প্রথমবারের মতো কোনও বিমান হামলা ছাড়া পুরো ৪৮ ঘণ্টা মেয়াদও পার হয়েছে। তিনি বলেন, উত্তেজনা নিরসনে এই অগ্রগতি অব্যাহত থাকলে তা ইয়েমেনে সামগ্রিক যুদ্ধবিরতিতে ভূমিকা রাখবে।

ইয়েমেনে সামগ্রিক যুদ্ধবিরতি কার্যকরে সৌদি আরব ও হুথি কর্মকর্তারা গত সেপ্টেম্বর থেকে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ওই আলোচনায় বারবারই উত্তেজনা নিরসনের কথা এসেছে।

গত বছর ইয়েমেনের প্রধান বন্দর শহর হোবাইদায় যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় দুই পক্ষ। তবে তা সফল হয়নি। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। শুক্রবার জাতিসংঘের দূত জানান, গত কয়েক সপ্তাহে ওই বন্দর শহরে জাতিসংঘ পর্যবেক্ষকদের মোতায়েনের পর সৌদি জোট ও হুথি বিদ্রোহীদের বিচ্ছিন্ন লড়াইও ৮০ শতাংশ কমে গেছে।

/জেজে/
সম্পর্কিত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
নয় বছরে প্রথম ওমরাহ, ইরানি দলের সৌদি আরব যাত্রা
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ