X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:১০
image

ধর্ষণ মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার পথে নির্যাতনের শিকার এক নারীর (২৩) গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই নারী এখন লক্ষ্ণৌর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতের উত্তরপ্রদেশের উন্নাওতে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়।

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, উন্নাও জেলার ওই নারী চলতি বছরের মার্চে তার গ্রামের দুই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে একটি ট্রেন স্টেশনে পৌঁছালে একদল লোক তাকে আক্রমণ করে এবং একটি মাঠে নিয়ে যায়। সেখানেই তারা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্ণৌয়ের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারীর শরীরে আগুন দেয় পাঁচ ব্যক্তি। এদের মধ্যে ধর্ষণ মামলার দুই আসামিও রয়েছে। শরীরে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার নারীর গায়ে আগুন

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের মামলা দায়ের পরে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করলেও পরে জামিন পেয়ে যায় সে। অন্য অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের দাবি, ওই পলাতক অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তার বিরুদ্ধে একটি লুকআউট নোটিস জারি করেছে।

এর আগে ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়া নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। তবে এ ঘটনার সাত বছর পেরিয়ে গেলেও এখনও রায় ঘোষণা হয়নি। সম্প্রতি ফের এ ধরনের ঘটনাগুলোতে সরকারের সমালোচনা করছেন অনেকেই। 

সরকারি এক হিসেবেই, শুধু ২০১৭ সালেই ধর্ষণের অভিযোগে ৩৩ হাজার ৬৮৫টি মামলা দায়ের করা হয়েছে। যে হিসাবে ভারতে প্রতিদিন প্রায় ৯২টি ধর্ষণের ঘটনা ঘটে। 

/এইচকে/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!