X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্ব ভারত

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১৫:১৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:২২

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সোমবার দিবাগত মধ্যরাতে পাস হওয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারত। এ বিলের বিরোধিতা করে অঞ্চলটিতে বনধ বা ধর্মঘটের ডাক দিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন, অল আসাম স্টুডেন্টস ইউনিয়নসহ একাধিক ছাত্র সংগঠন। মঙ্গলবার সকাল থেকেই আসামের ডিব্রুগড়, জোড়হাটের রাজপথে নামতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। জোরহাট, বঙ্গাইগাঁওয়ে বিক্ষোভ থেকে এ বিলের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। অস্থিরতার আশঙ্কায় আসামে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। রাজ্যের দুই জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্ব ভারত
সোমবার মধ্যরাতে লোকসভার অনুমোদন পায় ‘দ্য সিটিজেনশিপ (অ্যামেন্টমেন্ট) বিল, ২০১৯’ শীর্ষক এ বিতর্কিত বিল। ৩১১-৮০ ভোটে পাস হয় বিলটি। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে লোকসভায় এটি উত্থাপন করে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বিলটিকে ‘মুসলিমবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে।

এ বিলের প্রতিবাদে আসাম ও ত্রিপুরায় ছাত্র সংগঠনগুলোর ডাকা বনধ কঠোরভাবে পালিত হচ্ছে। দুই রাজ্যে বহু জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় মানুষজনের দেখা নেই। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে নিজেদের ক্ষোভের জানান দিচ্ছে আন্দোলনকারীরা। ত্রিপুরায় সড়ক এমনকি রেল লাইন অবরোধ করে বিক্ষোভে অংশ নিয়েছে মানুষ। সড়ক পথ, রেল পথ বন্ধ; সব মিলিয়ে স্তব্ধ ত্রিপুরা। মণিপুর,অরুণাচলেও রাজপথে নেমেছে বহু মানুষ। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্ব ভারত

বিলটি পাসের আগে লোকসভায় দেওয়া বক্তব্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আপনারা কি বলতে চান, পাকিস্তান বা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে? এটা হতে পারে না। ভারতজুড়ে এনআরসি করা হবে। একটি অনুপ্রবেশকারীকেও রেহাই দেওয়া হবে না। ভোট ব্যাংকের রাজনীতি না করে চোখ, কান খুলুন। লাখ লাখ, কোটি কোটি মানুষ ভয়ঙ্কর জীবনযাপন করছেন, মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সোনালি সূর্যের ভোর উপহার দেবেন। সূত্র: নিউজ ১৮, জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়