X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশের এক পুলিশের ‘দেবদূত’ হলেন মুসলিম যুবক

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৫
image

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আইনটি পাস হওয়ার পর থেকে বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ থেকে উত্তর প্রদেশ। সহিংস বিক্ষোভ ও সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ২৫ জন। আহত শতাধিক। সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে হাজারের অধিক ব্যক্তিকে। এর বেশির ভাগই ঘটেছে উত্তর প্রদেশে। তবে এসব সহিংসতার ভিড়েও সম্প্রীতি, মানবতা ও সংহতির খবর পাওয়া যাচ্ছে। এমনই একটি ঘটনায় উত্তর প্রদেশের ফিরোজাবাদে বিক্ষোভের সময় উত্তেজিত জনতার হাত থেকে এক পুলিশ সদস্যকে বাঁচিয়েছেন এক মুসলিম যুবক।

উত্তর প্রদেশের এক পুলিশের ‘দেবদূত’ হলেন মুসলিম যুবক

টাইমস অব ইন্ডিয়ার’র খবরে বলা হয়েছে, ফিরোজাবাদে ২০ ডিসেম্বর বিক্ষোভের সময় উত্তেজিত জনতার হাত থেকে অজয় কুমার নামের এক পুলিশ সদস্যকে রক্ষা করেন হাজী কাদের নামের এক স্থানীয় যুবক।  

সংশোধিত আইনের মাধ্যমে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টান সংখ্যালঘুদের দ্রুত নাগরিকত্ব নিশ্চিত করা হবে। কিন্তু মুসলিমরা এই আইনের আওতায় থাকবে না। এই আইন পাস হওয়ার চার মাস আগে আসামে জাতীয় নাগরিকপঞ্জি চালু করেছে বিজেপি সরকার। এছাড়া সম্প্রতি জাতীয় আদমশুমারি (এনপিআর) করার উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। সমালোচকরা বলছেন, এসব উদ্যোগের  মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে ক্ষমতাসীন দল। এসব বিক্ষোভ-উত্তেজনার হানাহানির মধ্যে ফিরোজাবাদের এই মানবিকতার ছবিই এখন দেখতে চাইছে গোটা ভারত। ভারতীয় সংবাদমাধ্যমে এমন মানবিকতা ও সম্প্রীতির কথা ফলাও করে প্রকাশ করা হচ্ছে। প্রশংসিত হচ্ছে দেশজুড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় অজয় কুমারকে ঘিরে ফেলেন উত্তেজিত জনতা। পুলিশের মারমুখী ভূমিকার কারণেও বিক্ষোভকারীরাও তখন রণ হুঙ্কার দিচ্ছিলেন। এসময় কয়েকজন উত্তেজিত বিক্ষোভকারী মারতে শুরু করেন অজয়কে। তার মাথায় ও হাতে প্রচণ্ড চোট লাগে।  ওই উন্মত্ত জনতার হাত থেকে ওই পুলিশকর্মীকে রক্ষা করেন মুসলিম যুবক কাদির। পরে তাকে থানায়ও পৌঁছে দেন ওই যুবক।

এক সাক্ষাৎকারে অজয় বলেন, “হাজী কাদির আমাকে ওই ভিড়ের হাত থেকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। আমাকে পানি পান করান ও পোশাক দেন। আমাকে তিনি আশ্বস্ত করে বলেন, ‘চিন্তা করবেন না, আপনি এখন নিরাপদ জায়গায় রয়েছেন’।”

উত্তর প্রদেশের এক পুলিশের ‘দেবদূত’ হলেন মুসলিম যুবক

অজয়ের চোখে এখন কাদির একজন ‘দেবদূত’। তিনি বলেন, ‘উনি (কাদির) দেবদূতের মতো এসে আমায় বাঁচিয়েছেন। সেদিন তিনি না থাকলে আমি খুন হয়ে যেতাম।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) অজয়ের পোশাক ফেরত দিতে তার বাড়ি গিয়েছিলেন কাদির। তখন অজয়ের হাতে বাঁধা ছিল প্লাস্টার। তাকে দেখে কেঁদে ফেলেন অজয়।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাদির বলেছেন, ওই সময় তিনি নামাজ পড়ছিলেন। নামাজ শেষে জানতে পারেন বিক্ষুব্ধরা এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করছে। ওই পুলিশকর্মী মারাত্মক জখম হয়েছিলেন। বাঁচানোর সময় আমি তার নাম জানতাম না। যা করেছি, মানবতার খাতিরেই করেছি।’

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রিসভায় সংশোধিত নাগরিকত্ব বিল উত্থাপানের পর থেকে এর বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়েছে। ২০১৪ সালে দেশটিতে ক্ষমতায় আসার পর এমন তীব্র বিক্ষোভ এবং বিরোধিতার মুখে প্রথমবারের মতো পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

/এইচকে/এএ/
সম্পর্কিত
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
সর্বশেষ খবর
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ