ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর কাছে ইরানই প্রধান অগ্রাধিকার। তেহরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন মোসাদ প্রধান ইয়োসি কোহেন।
মোসাদ প্রধান বলেন, ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র বিষয়ক যাবতীয় কর্মসূচি ও নানামুখী তৎপরতা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিশাল চ্যালেঞ্জ।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিব কোচাভি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে তারা সীমিত পর্যায়ের সংঘর্ষে লিপ্ত হতে পারে। এর একদিনের মাথায় বৃহস্পতিবার ইরানকে প্রধান অগ্রাধিকার হিসেবে আখ্যায়িত করেন মোসাদ প্রধান।
ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন, ইরানের সঙ্গে সীমিত পর্যায়ে সংঘর্ষের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তবে সম্ভাব্য এই সংঘর্ষে শুধু ইসরায়েল না জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনের আরও কেউ সঙ্গে থাকলে ভালো হবে।
জেনারেল কোচাভি বলেন, আমরা ইরানকে সিরিয়া কিংবা ইরাকে ঘাঁটি গড়তে দেবো না। সূত্র: পার্স টুডে।