X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় আল শাবাবের দায় স্বীকার

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:৪১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী আল শাবাব। শনিবারের ওই হামলায় অন্তত ৯০ জন নিহত ও অনেকে আহত হয়। দেশটির নিরাপত্তা সংস্থার দাবি, বিদেশি একটি রাষ্ট্র ওই হামলার পরিকল্পনা করেছে।

মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় আল শাবাবের দায় স্বীকার

শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে মোগাদিসুর একটি চেকপোস্ট লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হলে ১৭ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৯০ জন নিহত হয়। ট্রাফিক চেকপোস্ট ও কাছে একটি ট্যাক্স অফিসে লোকজন থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়। গত দুই বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

মঙ্গলবার এক অডিওবার্তায় আল শাবাবের মুখপাত্র শেখ আলী মোহামুদ রাজে বলেন, ‘মুজাহিদিনরা এই হামলা চালিয়েছে...লক্ষ্য ছিল তুরস্কের সামরিক যন্ত্রপাতি ও তাদের পাহারা দেওয়া ধর্মত্যাগী যোদ্ধারা’। উল্লেখ্য, সোমালিয়ার অন্যতম বড় বিনিয়োগকারী ও দাতা দেশ সোমালিয়া। বিশেষ করে মানবিক সহায়তা ও পুনর্গঠনে সহায়তা দেয় তুরস্ক। এছাড়া সোমালিয়ার বন্দর ও বিমানবন্দর রক্ষণাবেক্ষণ করে তুর্কি কোম্পানি।

শনিবারের হামলায় নিহতদের মধ্যে বেসরকারি বেনাদির বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীও রয়েছে। শিক্ষার্থীদের বহনকারী বাসটি চেকপোস্টের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। আল শাবাবের হামলায় প্রায়ই বেসামরিক মানুষ নিহত হলেও প্রথমবারের মতো গোষ্ঠীটি সাধারণ মানুষ নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। তবে সোমালিয়া সরকার ও বিদেশি সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধে এর প্রয়োজনীয়তা রয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। আল শাবাবের মুখপাত্র বলেন, সোমালিয়ার মুসলমান সমাজের যারা হতাহত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আর যেসব মুসলমান প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বা সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের প্রতিও সহমর্মিতা রয়েছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবাজ গোত্রপতিদের হানাহানিতে দেশটি কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সোমালিয়া। ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনও সক্রিয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
সর্বশেষ খবর
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
গ্রিসে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী
গ্রিসে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!