X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান ইইউ’র

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৬
image

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলছে, নতুন করে সেখানে সরকারি বাহিনীর সামরিক তৎপরতা ‘অগ্রহণযোগ্য’। সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে শান্ত থাকতে হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ওই আহ্বান জানায় ইইউ। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান ইইউ’র

ইইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় কাউন্সিল আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখিয়ে সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। যাতে বাধাহীনভাবে সরাসরি সেখানে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হয়।’

২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর ‘সোচি স্মারকলিপি’ নামে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বৃস্পতিবার ওই চুক্তির অধীন প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের আহ্বান জানায় ইউরোপীয় সংস্থাটি।

ইইউ’র বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জেনেভা প্রজ্ঞাপন ও জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের ২২৫৪ রেজুলেশন অনুযায়ী সিরিয়ার বিশ্বাসযোগ্য রাজনৈতিক সমাধানের পক্ষে ইইউ।’ সেইসঙ্গে সিরিয়ার বর্তমান পরিস্থিতির বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার জন্য আহ্বান জানিয়েছে সংস্থটি।

সম্প্রতি বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান ইদলিবের দখল নিতে সম্প্রতি রাশিয়ার সহায়তায় অভিযান জোরালো করেছে সিরীয় বাহিনী। এরপর গত ১৯ ফেব্রুয়ারি (বুধবার)পার্লামেন্টে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ইদলিবে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার না করা হলে ফেব্রুয়ারির শেষে সেখানে অভিযান চালাবে আঙ্কারা। এরদোয়ানের এই হুমকির একদিনের মাথায় সেখানে তীব্র লড়াইয়ের কথা জানা গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরীয় বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। পাল্টা হামলায় ৫০ জনেরও বেশি সিরীয় সেনাকে হত্যার দাবি করেছে তারা। তবে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি ব্রিটিশ দাতব্য সংস্থা জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছে।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র রাশিয়ার অভিযোগ বৃহস্পতিবার সিরীয় বিদ্রোহীদের আর্টিলারি (কামান) সহায়তা দিয়েছে তুরস্ক। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরীয় বিদ্রোহীরা ইদলিবের সরকারি অবস্থানে ঢুকে পড়লে তুর্কি সমর্থিত যোদ্ধাদের ওপর বিমান হামলা চালায় রাশিয়া। পাশাপাশি সিরীয় সেনাবাহিনী পাল্টা হামলা চালায় বলেও দাবি তাদের।

ব্রিটিশ দাতব্য সংস্থা সিরীয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবারের পাল্টাপাল্টি হামলায় সিরিয়ার সরকার সমর্থক ১১ সেনা ও তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীর ১৪ সেনা ও দুই তুর্কি সেনা নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর দেশ ছেড়ে পালিয়েছে দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশী তুরস্কের বিভিন্ন আশ্রয় শিবিরে। ইদলিবে সিরীয় বিদ্রোহীদের সমর্থনে ২০১৭ সাল থেকেই সেনা মোতায়েন রেখেছে তুরস্ক। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কায় ফেব্রুয়ারির শুরুর দিকে সিরীয় সীমান্তে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ অতিরিক্ত সেনা মোতায়েন করে তুরস্ক।

/এইচকে/
সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন