X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিরতির প্রথম দিনেই তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯

মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির প্রথম দিনেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তালেবান। শনিবার ভোরে বালখ প্রদেশে আফগান বাহিনীর ওপর তালেবান যোদ্ধারা হামলা চালায় বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো অডিও বার্তায় বিভিন্ন স্থানে হামলার কথা স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মাসুদ। যুদ্ধবিরতির প্রথম দিনেই তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষ

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে সম্প্রতি সহিংসতা কমিয়ে আনতে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এক সপ্তাহের ওই যুদ্ধবিরতি সফলভাবে শেষ হলে আগামী ২৯ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ওই চুক্তির মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার আশা করা হচ্ছে।

যুদ্ধবিরতির প্রথম দিনে আফগানিস্তানের বিভিন্ন অংশে সহিংসতা হলেও কোনও পক্ষই যুদ্ধবিরতি বাতিলের কথা বলেনি। বলখ প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, শনিবার ভোরে আফগান বাহিনীর ওপর হামলা চালায় তালেবান। ওই হামলা চালানোর কথা স্বীকার করেছেন গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মাসুদ। এক অডিও বার্তায় তিনি দাবি করেন, তাদের নিয়ন্ত্রিত এলাকায় আফগান বাহিনী ঢুকে পড়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়। আফগানিস্তানের বিভিন্ন অংশেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তবে এসব সহিংসতার কারণে যুদ্ধবিরতির বোঝাপড়া ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন না তিনি।

এদিকে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার বলেছেন, তারা যুদ্ধবিরতির সময় সহিংসতার মাত্রা কমার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। তার আশা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে।

/জেজে/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি