X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে উহান

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ১৫:৫৭আপডেট : ১১ মার্চ ২০২০, ১৬:০৫

পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দেবে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ। আগামী কয়েক দিন ও সপ্তাহে ধারাবাহিকভাবে এ অনুমতি দেওয়া হবে। বুধবার প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে উহান
প্রাদেশিক সরকারের বিবৃতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে কিছু গণপরিবহন চালুর কথাও বলা হয়েছে।

গত কয়েক দিনে হুবেই প্রদেশে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

সপ্তাহখানেক আগেও হুবেই প্রদেশে হাজারো মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসতো। তবে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে নতুন করে মাত্র ১৪ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভাইরাসের মূল উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে জরুরি সেবা এবং জনগণের দৈনন্দিন চাহিদা রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো এখনই চালু করা যাবে। অন্য প্রতিষ্ঠানগুলো আগামী ২০ মার্চ থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

২০১৯ সালের ডিসেম্বরে উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১১ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৬ হাজার ৬১৮ জন।

মৃত চার হাজার ২৯৫ জনের মধ্যে তিন হাজার ১৫৮ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৪৮২ জন। সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো।

/এমপি/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?