X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভানুয়াতু: যে দেশে করোনা হানা দিতে পারেনি এখনও

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৫:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:০৪

পৃথিবীর অল্প যে কয়েকটি দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি তার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু একটি। এই মহামারি ঠেকাতে দেশটির জোরালো প্রচেষ্টা আক্রান্ত হয়েছে ক্যাটাগরি পাঁচ মাত্রার সাইক্লোনে। ভানুয়াতু: যে দেশে করোনা হানা দিতে পারেনি এখনও

গত রবিবার সকালে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার এক মনোরম অবকাশ কেন্দ্র ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ৬২ জন অতিথি। তবে তাদের বিমানবন্দরে নিতে ট্যাক্সির পরিবর্তে বাড়িতে নিয়ে যেতে অপেক্ষায় ছিলেন স্বজনেরা। করোনাভাইরাসের মহামারি ঠেকাতে নিজ দেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার আগে সর্বশেষ ওই ৬২ জন বিদেশ থেকে ভানুয়াতু পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পর নিজ বাড়িতে ফেরার অনুমতি পেয়েছেন তারা।

অস্ট্রেলিয়ার প্রায় এক হাজার আটশ’ কিলোমিটার পূর্বে অবস্থিত ভানুয়াতুর জনসংখ্যা তিন লাখেরও কম। সাগরের বুকে ছড়িয়ে থাকা প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। এখন পর্যন্ত দেশটিতে কোনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আফ্রিকার আরও কয়েকটি দেশেও এই ভাইরাস শনাক্ত হয়নি। তবে যেসব দেশ এখন পর্যন্ত করোনা মহামারিমুক্ত রয়েছে তাদের বেশিরভাগই প্রশান্ত মহাসাগরীয়। পালাউ, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা ও স্যামোয়ার সুরক্ষায় ভূমিকা রেখেছে তাদের দূরবর্তী অবস্থান। কিন্তু ভাইরাসটি যদি একবার এসব দেশে পৌঁছে যায় তাহলে এই দূরবর্তী অবস্থানই তাদের জন্য বিপদের কারণ হবে। তার সঙ্গে যোগ হবে দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা। করোনাভাইরাস এখন পর্যন্ত না পৌঁছালেও এসব দেশে ঠিকই পৌঁছে গেছে ভাইরাসের আতঙ্ক। ভানুয়াতু: যে দেশে করোনা হানা দিতে পারেনি এখনও

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কোয়ারেন্টিন থেকে ছাড়া পাওয়াদের মধ্যে রয়েছেন আরিতাইমান সালমোনের দুই সন্তান। তাদের একজন সিডনির একটি স্কুল ও অপরজন একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আরিতাইমান সালমোন বলেন, দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার সময়েও আমার সন্তানেরা আমাকে স্বস্তি দিয়েছে। তিনি বলেন, ওরা ভালোভাবে মানিয়ে নিয়েছে। পরস্পরের সঙ্গ পেয়েছে, কার্ড বা তাস খেলে। ভানুয়াতুতে ফিরতে পেরেই ওরা খুশি।

ভানুয়াতুর সবচেয়ে বড় সুপার মার্কেট চেইন আউ বোন মার্চের অপারেশন ও কাস্টমার ম্যানেজার আরিতাইমান সালমোন। কয়েক সপ্তাহ ধরেই তিনি দেশটির নাগরিকদের আশ্বস্ত করে যাচ্ছেন, যদি সীমান্ত বন্ধ হয়েও যায় তাহলে দেশের সব মানুষের প্রয়োজন মেটানোর মতো খাবার মজুত রয়েছে।

ভানুয়াতুর জিডিপির ৪০ শতাংশেরও বেশি জোগান দেয় সেবা ও পর্যটন খাত। মহামারির কারণে নিয়মিত পর্যটক না এলে এই সেক্টরের অনেকেই ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছেন। ভানুয়াতু: যে দেশে করোনা হানা দিতে পারেনি এখনও

প্রমোদতরীগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। আর দেশটির জাতীয় পরিবহন সংস্থা এয়ার ভানুয়াতু অনির্দিষ্টকালের জন্য সব অভ্যন্তরীণ ও বিদেশি ফ্লাইট বাতিল করেছে। অনেক রেস্টুরেন্ট ও হোটেল নিজেদের ইচ্ছাতেই বন্ধ রেখেছে। আর কোনও কোনোটি সরকারি নির্দেশনা মেনে চালানোর চেষ্টা করছে। দেশটির নাগরিকদের বাড়িতে থাকতে বাধ্য করতে রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারির আগেই সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় সব হোটেল ও রেস্টুরেন্ট।

রাজধানী পোর্ট ভিলার মূল সড়কের আশপাশে থাকা সব দোকান, ব্যাংক ও রেস্টুরেন্টের বাইরেই হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এদের বেশিরভাগই একটি প্লাস্টিকের পাত্র ও ট্যাপ স্থাপন করেছে। জরুরি অবস্থার নিয়ম অনুযায়ী সব প্রতিষ্ঠানকেই নিজেদের খরচে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।   

ভানুয়াতুর অল্প কিছু প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ক্রিস্টোফ তাহুমপির চীনে চন্দনকাঠ রফতানি করেন। বন্দর বন্ধ হওয়ায় তার কার্যক্রমও বন্ধ হয়ে যায়। বেকারত্ব বৃদ্ধি নিয়ে শঙ্কা থাকলেও তিনি সীমান্ত বন্ধ রাখার বিষয়ে একমত। তিনি বলেন, ‘ভাইরাসটি যদি এখানে এসে পড়ে, আর আমার পরিবারের বয়স্ক কেউ আক্রান্ত হয় তাহলে তাকে হাসপাতালে দেখতে যেতেও পারবো না। সেটা খুব কষ্টের হবে।’ ভানুয়াতুর পার্লামেন্টে সাবেক সদস্য কালফাও মোলি

ভানুয়াতুর পার্লামেন্টে সাবেক সদস্য কালফাও মোলি। অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আগে সর্বশেষ ফ্লাইট ধরে তিনি নিজের দ্বীপ মোলি থেকে পোর্ট ভিলায় পৌঁছাতে পেরেছিলেন। তিনি বলেন, ‘একজন বাবা ও এই দেশের একজন নাগরিক হিসেবে আমি খুবই উদ্বিগ্ন। ভাইরাস ঠেকানোর মতো স্থাপনা আমাদের নেই।’ তিনি বলেন, `আমাদের হাত ধোয়ার মতো পানিও নেই। মালোর পূর্বাঞ্চলে আমরা পানি কোথায় পাবো বলেন? অথবা তান্নার সাদা বালুকাভূমিতে?’

করোনাভাইরাস নিয়ে দেশটির সরকারের উপদেষ্টা দলের মুখপাত্র রাসেল টামাটা অবশ্য মনে করেন, ভাইরাস মোকাবিলায় সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি ভাইরাসটি কীভাবে বিস্তৃত হচ্ছে আর আমরা যখন আমাদের জীবনযাপন ও সংস্কৃতির দিকে তাকাই তখন দেখা যায় এগুলো ভাইরাসটি ছড়ানোর পক্ষে নয়। চলে এলে বিপর্যয় ঘটাবে। এ কারণে আমাদের সীমান্ত নিয়ে কঠোর হতে হবে। আমাদের আশঙ্কা, ভানুয়াতুতে ঢুকে পড়লে ভাইরাসটি দ্রুত ছড়াবে আর সাধারণভাবে আমাদের সেটি মোকাবিলার মতো যথাযথ সম্পদ ও ব্যবস্থা নেই। সামান্য ভুল আমাদের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।’

ভানুয়াতুর পোর্ট ভিলায় একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র গড়ে তুলতে এপ্রিলের শেষ নাগাদ প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এর সঙ্গে অতিপ্রয়োজনীয় ভেন্টিলেটর দেওয়ারও কথা দিয়েছে দেশটি।


করোনাভাইরাস নিয়ে ভানুয়াতু সরকারের উপদেষ্টা দলের মুখপাত্র রাসেল টামাটা

বর্তমানে দেশটির মূল হাসপাতাল হলো ভিলা সেন্ট্রাল হাসপাতাল। এর যক্ষা ওয়ার্ডটিকে আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তারপরও সেখানে মাত্র ২০টি শয্যা প্রস্তুত করা যাবে। রাসেল টামাটা বলেন, ‘কোনও রোগী যদি জটিলতার পর্যায়ে যায় তাহলে আমাদের পুরো দেশে মাত্র দুটি ভেন্টিলেটর আছে।’ তিনি বলেন, ‘আমাদের মাত্র ৬০ জন চিকিৎসক। আবার তাদের বেশিরভাগই নতুন স্নাতক। আর অতি সম্প্রতি আমরা সলোমন দ্বীপপুঞ্জ থেকে তৃতীয় ব্যাচের নার্স পেয়েছি। লোকবল সংকটের কারণে তারা আমাদের ছয়টি প্রদেশেই সেবা দেবে’। স্থানীয় নার্সের সংকটের কারণে গত বছরের মাঝামাঝি থেকে সলোমন দ্বীপপুঞ্জ থেকে নার্স আনা শুরু করে ভানুয়াতু।

সরকারের উপদেষ্টা দলের মুখপাত্র রাসেল টামাটা বলেন, ভুল তথ্য ঠেকানো হচ্ছে আরেকটি বড় চ্যালেঞ্জ। গত ২৬ মার্চ ভানুয়াতু দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করে। এর একটি নির্দেশনায় বলা হয়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের অনুমোদন ছাড়া এই সময়ে কোনও সংবাদ প্রতিষ্ঠান কোভিড-১৯ নিয়ে কোনও আর্টিকেল প্রকাশ করতে পারবে না। অনেকেই এটা নিয়ে বাকস্বাধীনতার ওপর আঘাত বলে সমালোচনা করেছেন। টামাটা বলেন, বহু বৈজ্ঞানিক শব্দ আছে যা বিসলামা ভাষায় অনুবাদ করা যায় না। আর সেগুলো খুব সহজেই ভুল ব্যাখ্যা করা যায়। এই সময়ে মানুষের বোঝাপড়ার ব্যবস্থাপনা করা খুবই জরুরি। আতঙ্কের কারণে আমরা আমাদের করণীয় থেকে পিছিয়ে থাকতে পারি না।’

করোনাভাইরাস আসবে এই আশঙ্কায় ভানুয়াতু প্রস্তুতি নিতে শুরু করলেও এই সপ্তাহে মৌসুমি সাইক্লোনে স্পষ্ট হয়ে উঠেছে এর দুর্বলতা। ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড়টি সোমবার সকালে স্থলভূমিতে আঘাত হানে। ঝড়ের ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট নয়। তবে এসপিরিতু সান্তো ও মালো দ্বীপপুঞ্জের গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  ভানুয়াতু: যে দেশে করোনা হানা দিতে পারেনি এখনও

করোনা মোকাবিলায় নেওয়া কঠোর পদক্ষেপগুলো হঠাৎ এলোমেলো করে দিয়ে গেছে এই ঝড়। পাঁচ জনের বেশি একত্রিত হওয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা ঝড়ের সময়ে শিথিল করা হয়। বহু মানুষ একসঙ্গে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়।

ভানুয়াতুর মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে অভ্যস্ত। প্রাকৃতিক দুর্যোগকবলিত দেশগুলোর মধ্যে এটির অবস্থান প্রথম দিকেই। গত সপ্তাহেই দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝড়ের পাশাপাশি বন্যা এবং আগ্নেয়গিরির ছাই পড়ার ঘটনা সামাল দিয়েছে। তবে ক্যাটাগরির পাঁচ মাত্রার ঝড় আর কোভিড-সংক্রমণের আশঙ্কা দেশটির ওপর দ্বৈত আঘাত হিসেবে দেখা হচ্ছে।

তবে করোনাভাইরাসের সংক্রমণ কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী সরকারি উপদেষ্টা দলের মুখপাত্র রাসেল টামাটা। তিনি বলেন, ‘কোভিড-১৯কে আমরা হুমকি হিসেবে দেখছি কিন্তু এটা আমাদের জন্য আশীর্বাদও। আমরা বহুদিন ধরেই সাধারণ স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কথা বলে আসছি আর এখন মানুষ এর গুরুত্ব দেখতে পারছেন। আমরা আমাদের আইনের ফাঁকগুলো বুঝতে পারছি। বিশেষ করে জনস্বাস্থ্য এবং অভিবাসন আইনের ত্রুটিগুলো বোঝা যাচ্ছে। আর সিদ্ধান্ত গ্রহণেও আমাদের পরিপক্বতা এসেছে… কোভিড-১৯ যতদিন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় থাকবে ততদিন এটা ভানুয়াতুর জন্য হুমকি, কিন্তু আমরা প্রস্তুত।’ 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!