X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনায় ইউরোপে কাজ হারাতে পারেন ৬ কোটি মানুষ

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ২২:৩১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১২:৫৫

করোনাভাইরাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউরোপ। স্পেন ও ইতালির মতো দেশে হাজার হাজার মানুষ মারা গেছে। আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে সংস্থার দাবি, বৈশ্বিক মহামারিতে বিপদে পড়বেন ইউরোপের কর্মজীবীরা। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনে প্রায় এক-চতুর্থাংশ কর্মীকে হয় ছাঁটাই করা হবে, নয়তো বেতন কাটা হবে। অনেককে বেতন ছাড়া দীর্ঘ ছুটিতে যেতে বাধ্য করা হবে। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

করোনায় ইউরোপে কাজ হারাতে পারেন ৬ কোটি মানুষ

 

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইউরোপ মহাদেশে প্রাণহানির সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আর গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের দুই-তৃতীয়াংশই ইউরোপ মহাদেশের বাসিন্দা।

ম্যাকিনসে’র প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ইউরোপে বেকারত্বের হার ছয় থেকে ১১ শতাংশ পর্যন্ত হতে পারে। যে ধরনের কাজে অন্যের বেশি কাছে যাওয়ার দরকার হয় না, সেসব চাকরিতে ছাঁটাইয়ের আশঙ্কা কম। এগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট ও স্থপতির পেশা। যারা এই দু’টি পেশায় যুক্ত, তাদের চাকরি যাওয়ার আশঙ্কা কম। অন্যদিকে পুলিশের চাকরিতেও ছাঁটাই সম্ভবত হবে না। অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবাতেও প্রায় সবার চাকরি বজায় থাকবে।

ম্যাকিনসে’র মতে, যাদের চাকরি যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি তাদের মধ্যে রয়েছেন দোকানের ক্যাশিয়ার, পাচক, নির্মাণকর্মী, হোটেলকর্মী ও অভিনেতা। এ ধরনের কাজে ৮০ শতাংশ লোক যুক্ত। তাদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি। তাদের কলেজের ডিগ্রি নেই। ছোটখাটো সংস্থায় কাজ করেন।

ম্যাকিনসে জানিয়েছে, ইউরোপে যদি আর তিন মাসের মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসে, তাহলে এরপরেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে ২০২১ সাল নাগাদ বেকারত্বের হার দাঁড়াবে ১১.২ শতাংশ। ২০২৪ সালের আগে সেই ধাক্কা সামলে ওঠা যাবে না।

ম্যাকিনসে বলেছে, ব্যাপক হারে ছাঁটাই আটকাতে এখনই সতর্ক হতে হবে বিভিন্ন দেশের সরকারকে এবং কোম্পানিগুলোকে ব্যয় কমিয়ে আনতে হবে। কর্মীরা যাতে যথাসম্ভব দূর থেকে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া সরকার সহজ শর্তে ঋণ ও কর মওকুফ সুবিধা দিতে পারে কোম্পানিগুলোকে।

যুক্তরাজ্য জানিয়েছে, আগামী তিন মাস ৮০ শতাংশ কর্মীর বেতন দেবে সরকার। জার্মানি ও ফ্রান্সও একই পথে হাঁটছে। ইউরোপীয় ইউনিয়ন যে করোনাভাইরাস রিলিফ প্যাকেজ তৈরি করেছে, তাতে ১১ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে কর্মীদের বেতন দেওয়ার জন্য। সূত্র: সিএনএন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ