X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনায় মার্কিন নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: নোম চমস্কি

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ১৪:০৭আপডেট : ১১ মে ২০২০, ১৪:৩৬

করোনাভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ১৩ লাখ ছাড়িয়েছে। মারা গেছে প্রায় ৮০ হাজার মানুষ। এমন পরিস্থিতির জন্য খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন স্বনামধন্য মার্কিন বুদ্ধিজীবী অধ্যাপক নোম চমস্কি।  তার বিরুদ্ধে আমেরিকানদের পিঠে ছুরি মারারও অভিযোগ করেছেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি।  ১১ মে সোমবার এটি প্রকাশিত হয়েছে।

করোনায় মার্কিন নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: নোম চমস্কি খ্যাতনামা এ ভাষাতাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক বলেন, নিজের নির্বাচনি সম্ভাবনা বাড়াতে এবং বড় ধরনের ব্যবসা ধরতে করোনাভাইরাস মহামারীকে ব্যবহার করেছেন ট্রাম্প। এজন্য তিনি হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী।  

যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিকে কমপক্ষে গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেন চমস্কি।  তিনি বলেন, এ সময়ে দেশের ত্রাণকর্তা হওয়ার ভান করে সাধারণ আমেরিকানদের পিঠে ছুরিকাঘাত মেরেছেন ট্রাম্প।  

এ বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেবেন ট্রাম্প। নোম চমস্কির অভিযোগ, সম্পদশালী কর্পোরেশনগুলোর সুবিধার জন্য সংক্রামক রোগের স্বাস্থ্যসেবা ও গবেষণার জন্য সরকারি অর্থ ব্যয় হ্রাস করেছে ট্রাম্প প্রশাসন।  

এ রাজনৈতিক দার্শনিক বলেন, ‘ট্রাম্প তার মেয়াদের প্রত্যেক বছরই স্বাস্থ্যসেবার খাতের বাজেট আরও কমিয়েছেন। সুতরাং তার পরিকল্পনা হচ্ছে, এ খাতের তহবিল আরও কর্তনের মাধ্যমে জনগণকে যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করা। যেন এতে করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি বা প্রাথমিক বাছাইয়ে সম্পদ ও কর্পোরেট শক্তির দিক থেকে নিজের সংগঠকদের আরও লাভবান করে তোলা যায়।’

মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত এ দার্শনিক বলেন, বিভিন্ন রাজ্যের গভর্নরদের করোনা মোকাবিলার দায়িত্ব নিতে বাধ্য করে ট্রাম্প তার নিজের দায়িত্ব পরিত্যাগ করেছেন।  এটি বিপুল সংখ্যক মানুষকে খুন করা এবং নিজের নির্বাচনি রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য একটি দুর্দান্ত কৌশল।

ট্রাম্পকে করোনায় আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী হিসেবে দেখছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে নোম চমস্কি বলেন, ‘হ্যাঁ! তবে বাস্তবতা এর চেয়েও খারাপ। কারণ এটি আন্তর্জাতিকভাবেও প্রযোজ্য। আমেরিকান জনগণের বিরুদ্ধে নিজের অপরাধ ঢাকতে তিনি বলির পাঁঠা খোঁজার চেষ্টা করছেন।  

এই শিক্ষাবিদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত ইয়েমেন ও আফ্রিকা মহাদেশজুড়ে বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্বব্যাপী প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ, সংগঠিত ও সংহত করার লক্ষ্যে এক অনুষ্ঠানে অংশ নেন নোম চমস্কি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস। এর আয়োজনের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ডানপন্থী পপুলিজম বা লোকরঞ্জনবাদের উত্থানের বিরুদ্ধে লড়াই শুরু করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরন জ্যাকবসডাটিয়ার, যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্বনামধন্য লেখক নওমী ক্লিন ও অরুন্ধতী রায় এবং ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া।  

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরে আইসল্যান্ডের রিকজাভিকে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামের এ প্ল্যাটফর্মের একটি উদ্বোধনী সম্মেলন আহ্বান করা হবে।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি