X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীন-ভারত উত্তেজনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ মোদির

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ০৮:২৮আপডেট : ০৩ জুন ২০২০, ১০:০২

চীন ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। ভারতের এক সরকারি বিবৃতিতে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। চীন-ভারত উত্তেজনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ মোদির

পূর্ব লাদাখে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি। তবে সোমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা আগ্রাসন নিয়ে ‘ব্যাপক উদ্বেগ’ জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রধান ইলিয়ট অ্যাঞ্জেল বলেন, ‘আমি কঠোরভাবে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে, চীনকে নিয়ম, কূটনীতি ও বর্তমান প্রক্রিয়া মানতে বলছি।’

ভারতের তরফে বলা হয়েছে, লাদাখ ও সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা টহলে বাধা দিচ্ছে চীন। পাশাপাশি চীন সীমান্তে ভারতীয় সেনার প্রবেশের জন্যই উত্তেজনা তৈরির চীনা দাবি প্রত্যাখ্যান করেছে দিল্লি।

ডোকালামের পর ভারত ও চীনের মধ্যে এটিই সবচেয়ে গুরুতর ইস্যু। পূর্ব হিমালয় এলাকার এই সীমান্ত নিয়ে ২০১৭ সালে দুই দেশের মধ্যে তিন মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবারের ফোনালাপে চীন ইস্যু ছাড়াও জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশ নিয়ে কথা হয় দুই নেতার। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সমাধানে দ্রুত উপায় বের করার জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।’ করোনাভাইরাস পরিস্থিতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার নিয়েও আলোচনা হয় তাদের।

ফোনালাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী জি ৭ সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান ট্রাম্প। দিল্লি জানিয়েছে, সংস্থাটির বর্তমান সদস্যদের বাইরে নতুন করে সদস্য সংখ্যা বাড়াতে আগ্রহী ট্রাম্প। এর মাধ্যমে ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশকে সংস্থাটিতে অন্তর্ভুক্ত করতে চান তিনি।

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা