X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আল-হুদা ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন তাশফিন

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ১৬:২৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৩:৪২

Tashfeen স্বামী সাঈদ ফারুকের সঙ্গে ক্যালিফোর্নিয়া হামলায় অংশ নেওয়া তাশফিন মালিক মুলতানের আল-হুদা ইন্সটিটিউটে ছাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক শিক্ষক। সোমবার এএফপিকে এ কথা জানান তাশফিনের শিক্ষক মুকাদাস।
তিনি বলেন, “তাশফিন দুই বছরের একটি কোর্সে ভর্তি হয়েছিল, তবে তা শেষ করেনি। সে খুবই ভালো মেয়ে ছিল, কেন কোর্স ছেড়ে চলে গেল তা আমার জানা নেই।”
শিক্ষক তাশফিনের কোর্সের মেয়াদকাল জানাতে না পারলেও বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটিতে তার অন্য সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাসের পর তিনি আল-হুদার ক্লাসে যেতেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও ভারতে আল- হুদা ইন্সটিটিউটের শাখা রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে কোন সন্ত্রাসবাদী সংগঠনের যোগসাজশ পাওয়া যায়নি।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন। আইডি কার্ড অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় হামলার সময় তার বয়স ছিল ২৯ বছর।
পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানায়, বিশ্ববিদ্যালয়ে তিনি ভালো ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন। এ সময় তার মধ্যে কোনও উগ্রপন্থী প্রবণতা দেখা যায়নি।
স্বজনরা বলছেন, মধ্যপন্থী মুসলিম পরিবারের সদস্য হলেও তাশফিন ও তার বাবা উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বিশেষ করে সৌদি আরবে অবস্থানকালে তাশফিন আরও উগ্রবাদী হয়ে উঠেন।
এদিকে ক্যালিফোর্নিয়ার ওই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে তাশফিন মালিকের এমন কর্মকাণ্ডে সন্ত্রস্ত হয়ে পড়েছেন পাকিস্তানে বসবাসরত তার স্বজনরা।

পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে নিজের মেয়েকে নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তাশফিনের বাবা।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে রয়টার্স জানিয়েছে, ২০১৩ এবং ২০১৪ সালেও পাকিস্তান সফর করেন তাশফিন। তবে এসব সফরে তিনি কার সঙ্গে দেখা করেছেন এবং কোথায় কোথায় গেছেন সেটা পরিষ্কার নয়। সূত্র: ডন, রয়টার্স।

/ইউআর/এমপি/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা