রাশিয়ার গোয়েন্দা সংস্থার কর্মীরা করোনাভাইরাস মহামারি নিয়ে গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, ইংরেজি ভাষার তিনটি ওয়েবসাইটের মাধ্যমে গুজব ছড়িয়ে মহামারি মোকাবিলায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া ও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুবিধা নিতে চাইছে রাশিয়া। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-এর বরাতে এখবর জানিয়েছে আল জাজিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ)-এর উচ্চ পদস্থ দুই কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য দায়ী বলে চিহ্নিত করা হয়েছে।
কর্মকর্তাদের মতে, এই তথ্য এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় ছিল। কিন্তু যাতে বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনা করা যায় সেজন্য গুরুত্ব কমিয়ে আনা হয়। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও ওয়েবসাইটগুলোর সম্পর্কে যাতে সতর্কবার্তা জানানোর জন্য এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
এক কর্মকর্তা বলেন, মে মাসের শেষ ও জুলাই মাসের প্রথম দিকে এই তিনটি ওয়েবসাইট মহামারি মোকাবিলা নিয়ে ১৫০টির মতো লেখা প্রকাশ করেছে। এর মধ্যে রাশিয়াকে ঊর্ধ্বে তুলে ধরা ও যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করার মতো কাভারেজ রয়েছে।
ওয়েবসাইট তিনটির যে কয়টি শিরোনাম মার্কিন কর্মকর্তাদের মনোযোগ কেড়েছে সেগুলোর একটিতে বলা হয়েছে, মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র জরুরিভিত্তিতে ও তাৎপর্যপূর্ণ সহযোগিতা দিয়ে রাশিয়া। অপর একটি শিরোনামে বলা হয়েছে, বেইজিং মনে করে কোভিড-১৯ হলো জৈব-রাসায়নিক অস্ত্র।
মার্কিন কর্মকর্তারা এই গুজব ছড়ানোকে সংশয় তৈরিতে রাশিয়া চলমান ও ধারাবাহিক উদ্যোগের অংশ বলে উল্লেখ করেছেন। তবে তারা বলেননি যে, এই উদ্যোগ সরাসরি নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চালানো হচ্ছে। তবে কিছু কাভারেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বি প্রার্থী জো বাইডেনকে হেয় করা হয়েছে।
মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইনফোরস ডট আরইউ বার্তা সংস্থার তিনটি ওয়েবসাইট মহামারিকে কাজে লাগিয়ে পশ্চিমাবিরোধী উদ্দেশ্য হাসিল ও গুজব ছড়াচ্ছে।
এই বার্তা সংস্থার নেতৃত্ব পর্যায়ে দুই ব্যক্তিকে মঙ্গলবার শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ডেনিস ভ্যালেরিভিখ তাইয়ুরিন, আলেক্সান্দার গেন্নাডেইবিখ স্টারুনস্কি। এর আগে তারা রুশ সামরিক গোয়েন্দা সংস্থার মনোজাগতিক গোয়েন্দাবৃত্তি ইউনিটের সঙ্গে কাজ করেছেন এবং গভীর সম্পর্ক রয়েছে।