behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

ঘনকুয়াশার কারণে বেইজিংয়ে প্রথমবারের মতো রেড অ্যালার্ট

বিদেশ ডেস্ক১৯:১৭, ডিসেম্বর ০৭, ২০১৫

smogচীনের রাজধানী বেইজিংয়ে ঘণ কুয়াশার কারণে প্রথমবারের মতো শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট দেশটির সর্বোচ্চ সতর্কাবস্থা। এর আগে শহরটিতে কখনও রেড অ্যালার্ট জারি করা হয়নি।  চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, কর্তৃপক্ষ ঘণকুয়াশা আরও তিনদিন থাকতে পারে বলে আশঙ্কা করছে। এ জন্য রেড অ্যালার্ট স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বলবৎ থাকবে।
চীনা সিসিটিভি জানিয়েছে, বেইজিংয়ে ঘণকুয়াশার কারণে দৃষ্টি শক্তি ২০০ মিটারে নেমে এসেছে। স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাইরে সবধরনের নির্মাণকাজও স্থগিত করা হয়েছে।
সোমবার বেইজিংয়ে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, শহরটির বাতাস দূষিত হয়েছে পড়েছে। চীনের বাতাসে বিষের পরিমাণ ২৫৬ মাইক্রোগ্রাম প্রতি ঘণ মিটারে পৌঁছে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২৫ মাইক্রোগ্রাম নিরাপদ।
এর আগে ৩০ নভেম্বর বেইজিংয়ে ওরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল।

/এএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ