X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

এখনও ভেন্টিলেশন সাপোর্টে প্রণব মুখোপাধ্যায়

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ২০:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩৯

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণ কাল শেষ হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল (আর অ্যান্ড আর) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার গুরুত্বপূর্ণ সূচকগুলো স্থিতিশীল রয়েছে। প্রণবের ছেলে ও কংগ্রেসের সাবেক আইনপ্রণেতা অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় জানিয়েছেন, বাইরের উদ্দীপক এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দিল্লির সেনা হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়

গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর প্রণব মুখোপাধ্যায়কে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন শুরু হলে বৃহস্পতিবার এক টুইট বার্তায় চরম বিরক্তি প্রকাশ করেন তার ছেলে প্রণব মুখোপাধ্যায়।

তবে শুক্রবার বাবার শারীরিক অবস্থা জানিয়ে করা আরেকটি টুইট বার্তায় প্রণবের একটি উদ্ধৃতি তুলে ধরেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি লেখেন, “৯৬ ঘণ্টার পর্যবেক্ষণ আজ শেষ হচ্ছে। বাবার গুরুত্বপূর্ণ সূচকগুলো এখনও স্থিতিশীল থাকা অব্যাহত আছে। আর তিনি বাইরের উদ্দীপক ও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমার বাবা সব সময়ই বলতেন, ‘ভারতের মানুষকে যা দিতে পেরেছি তার চেয়ে বেশিই ফেরত পেয়েছি।’ তার জন্য প্রার্থনা করুন।”

শুক্রবার দিল্লির আর অ্যান্ড আর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আজ সকালে অপরিবর্তিত রয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণ এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে এবং কংগ্রেস নেতা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় আরেক টুইট বার্তায় জানিয়েছেন, তার বাবার অবস্থা আর খারাপ হয়নি। তিনি লেখেন, ‘মেডিক্যাল পরিভাষা না বুঝলেও গত দুই দিনে আমি বুঝতে পেরেছি আমার বাবার অবস্থা গুরুতর থাকলেও তার চেয়ে বেশি খারাপ হয়নি। আলোর প্রতি সাড়া দেওয়ার ক্ষেত্রে চোখে খানিক উন্নতিও হয়েছে।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ খবর
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার