X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইইউ-এর

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ০৫:৫৩আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৬:০৬

পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকবে। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি অনুসন্ধানকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারার বিবাদের জেরে এমন হুমকি দিলো ইইউ। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইইউ-এর

বার্লিনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তুর্কি-গ্রিস বিবাদে গ্রিসের প্রতি সমর্থন জানাতে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে জোসেফ বোরেল বলেন, তুরস্ক যদি পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে না পারে তাহলে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে উত্তেজনা নিরসনে ইইউ প্রথমে আঙ্কারাকে ‘সংলাপের একটি চরম সুযোগ’ দিতে চায়।

বিদ্যমান সংকটে ইইউ-এর সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের প্রতি সংস্থাটির সমর্থন পুনর্ব্যক্ত করেন জোসেফ বোরেল। একইসঙ্গে তুরস্কের অর্থনীতি ইউরোপীয় অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বলেও মনে করিয়ে দেন তিনি।

জোসেফ বোরেল জানান, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের অনুসন্ধান কার্যক্রম সংক্রান্ত সবকিছুকেই অবৈধ হিসেবে বিবেচনার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে আঙ্কারার পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এভাবে গ্রিসের পক্ষ নেওয়ার কোনও ভিত্তি নেই। সমুদ্রসীমা নিয়ে গ্রিসের দাবি প্রত্যাখ্যান করছে তুরস্ক।

গ্রিসের ‘বেপরোয়া’ চাহিদার প্রতি সমর্থন না দিতেও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা।

জোসেফ বোরেল বলেন, আনুষ্ঠানিকভাবে তুরস্ক এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী। তবে সংস্থাটির নিষেধজ্ঞার মুখে পড়লে এর সদস্য হওয়ার ব্যাপারে তুরস্কের প্রার্থিতা ঝুঁকির মুখে পড়বে এবং সেটি বাতিল হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের দুই জন ঊর্ধ্বতন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, জোটের পররষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে যে কোনও সিদ্ধান্তের ভার ইইউ নেতাদের ওপর ছেড়ে দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সংস্থাটির দুই দিনের সম্মেলনে এ নিয়ে পরবর্তী ঘোষণা আসতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে বিদ্যমান পরিস্থিতি নিয়ে এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো প্রধান জিন স্টোলটেনবার্গ। বুধবার ট্রাম্প ও শুক্রবার ন্যাটো প্রধানের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে ফোনে কথা হয় তুর্কি প্রেসিডেন্টের।

উভয় ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট জানান, আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান চায়; যা সবার জন্যই লাভজনক হবে। তবে তার সরকার তুরস্কের অধিকার ও স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।

ন্যাটো প্রধানের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ন্যায্য আলোচনার মাধ্যমেই কেবল আঞ্চলিক শান্তি অর্জন সম্ভব। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এবং আঞ্চলিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে এমন একতরফা অবস্থান না নিয়ে ন্যাটোকে তার দায়িত্ব পালন করা উচিত।

২০২০ সালের ২৪ আগস্ট এক ঘোষণায় তুরস্ক জানায়, ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ সমুদ্রসীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুসন্ধানের সময় ২৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই অনুসন্ধানকে বেআইনি হিসেবে আখ্যায়িত করে গ্রিস। এর জেরে পাল্টাপাল্টি মহড়ার ঘোষণা দেয় তুরস্ক ও গ্রিস। উদ্ভূত পরিস্থিতিতে গ্রিসের পাশে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপের চাপের মুখে এরদোয়ান সাফ জানিয়ে দিয়েছেন, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক কোনও ধরনের অস্থিরতা তৈরি করছে না। তার দেশ জোরালোভাবে এটা প্রমাণ করেছে যে, তারা উত্তেজনা কমাতে আগ্রহী। এ ইস্যুতে তুরস্ক সংলাপে বসতেও প্রস্তুত রয়েছে।

২৬ আগস্ট একাদশ শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সেলজাক তুর্কিদের বিজয় স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানেও পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে বিরোধ নিয়ে কথা বলেন এরদোয়ান। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পূর্ব ভূমধ্যসাগরে কোনও ছাড় দেবে না তুরস্ক। কৃষ্ণ সাগর, আজিয়ান সাগর ও ভূমধ্যসাগরে নিজেদের অধিকার বজায় রাখতে আঙ্কারা সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অন্য কারও অঞ্চল, সার্বভৌমত্ব ও স্বার্থের দিকে নজর দিচ্ছি না। কিন্তু যেগুলো আমাদের সেগুলোতে কোনও প্রকার ছাড় দেওয়া হবে না।’ সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল