X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুদানকে সন্ত্রাসে মদতদাতা দেশের তালিকা থেকে সরানো হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ০৩:২৩আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:০০

সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সুদানকে সরিয়ে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি জানান, খার্তুমের সরকার হামলার শিকারদের ক্ষতিপূরণ পরিশোধে রাজি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প জানান, সুদান সরকার ৩৩ কোটি ৫০ লাখ ডলার পরিশোধে রাজি হয়েছে। সুদানের নতুন অন্তর্বর্তীকালীন সরকার মনে করে, যুক্তরাষ্ট্রের এই তালিকা থেকে বাদ পড়লে বিদেশি বিনিয়োগ পাওয়ার সুযোগ বাড়বে। আর এতে দেশটির অর্থনীতির উন্নতি হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দীর্ঘ দিনের শাসক ওমর আল বশির ক্ষমতায় থাকার সময়ে ১৯৯৩ সালে সুদানকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকায় যোগ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ ছিল বশিরের সরকার সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দেয়। যুক্তরাষ্ট্রের ওই তালিকাভুক্ত হওয়ায় সুদান কৌশলগতভাবে ঋণ মওকুফ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে জরুরি অর্থ বরাদ্দ পাওয়ার অযোগ্য হয়ে পড়ে।

বিক্ষোভের জেরে সেনা হস্তক্ষেপে গত বছরের আগস্টে ওমর আল বশির নেতৃত্বাধীন সরকারের পতনের পর সুদানের ক্ষমতায় আসে একটি অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকার দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলোর তালিকা থেকে নিজেদের সরিয়ে নেওয়াকে শীর্ষ অগ্রাধিকার তালিকায় নিয়ে আসে।

সোমবার টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘অভাবনীয় উন্নতি করা সুদানের নতুন সরকার সন্ত্রাসের শিকার মার্কিন নাগরিক ও তাদের পরিবারগুলোর জন্য ৩৩ কোটি ৫০ লাখ ডলার পরিশোধে রাজি হয়েছে। একবার জমা হয়ে গেলেই আমি সুদানকে সন্ত্রাসে মদতদাতা দেশের তালিকা থেকে সরিয়ে নেবো। দীর্ঘকাল পর অবশেষে মার্কিন নাগরিকেরা ন্যায়বিচার পাচ্ছে আর সুদানের জন্য এটা বড় পদক্ষেপ।’ তবে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এই তালিকা থেকে সুদানকে সরিয়ে নেওয়ার পর ওই সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে।

ট্রাম্পের টুইটার পোস্টের কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক। ওই পোস্টে তিনি বলেন, সুদানের কর্তৃপক্ষ এখন অপেক্ষায় আছে কবে প্রেসিডেন্ট কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত জানাবেন আর কংগ্রেসে তা অনুমোদিত হবে। এজন্য সুদানকে বহু মূল্য দিতে হয়েছে বলেও জানান তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সুদানের প্রশাসন এবং জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সুদানের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে সরানোর পর সুদান ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক স্থাপন করে ফেলতে পারে বলে অনেকেই ধারণা করছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন গত কয়েক সপ্তাহের মধ্যে একই ধরনের চুক্তি করার পর সুদানও একই পদক্ষেপ নিতে পারে বলে অনেক বিশ্লেষকই ধারণা করছেন।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা