Vision  ad on bangla Tribune

সাবেক যৌনদাসীদের ক্ষতিপূরণে জাপান-দক্ষিণ কোরিয়া চুক্তি সই

বিদেশ ডেস্ক১৩:৫৪, ডিসেম্বর ২৮, ২০১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোরপূর্বক যৌনদাসী হিসেবে ব্যবহৃত দক্ষিণ কোরিয়ান ‘কমফোর্ট উইমেন’দের জন্য তহবিল দিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে জাপান সরকার। চুক্তি আওতায়  তহবিলের অর্থমূল্য ১০ কোটি ইয়েন, যা ৮৩ মিলিয়ন ডলার বা ৫৫ মিলিয়ন ইউরোর সমান।

চুক্তি অনুসারে সাবেক যৌনদাসীদের জন্য ১০ বছরের তহবিল দেবে জাপান। এই তহবিল থেকে তাদের জন্য চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক সহায়তার ব্যবস্থা করা হবে।

দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া নির্যাতিত এসব নারীদের জন্য জাপানের ক্ষমা প্রার্থণা ও ক্ষতিপূরণ দাবি করে আসছিল।

১৯৬৫ সালে দুই দেশে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম চুক্তি হলো। সোমবার দক্ষিণ কোরিয়ার সিউলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বুয়ং-সে’র সঙ্গে আলোচনার জন্য জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা আসলে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়।

ফুমিও কিশিদা জানান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবো ক্ষমাও চেয়েছেন। তিনি বলেন, যারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তাদের ক্ষত সারিয়ে তোলা কঠিন। যারা ভুক্তভোগী জাপানের প্রধামন্ত্রী তাদের সবার প্রতি আন্তরিক ক্ষমা চেয়েছেন। সূত্র: বিবিসি

/এএ/

লাইভ

টপ