X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাপান-দক্ষিণ কোরিয়া চুক্তিতে দুই দেশের শীর্ষ নেতার স্বস্তি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ০৬:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৬:৪৪
image

দক্ষিণ কোরিয়ায় জাপান দূতাবাসের সামনে `কমফোর্ট উইমেন`দের সম্মানে নির্মিত ভাস্কর্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্যরা দক্ষিণ কোরিয়ার যে নারীদের জোরপূর্বক যৌনদাসী হিসেবে ব্যবহার করেছিল, সেই ‘কমফোর্ট উইমেন’দের নিয়ে স্বাক্ষরিত জাপান-দক্ষিণ কোরিয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে ওই দুই দেশের শীর্ষ নেতা। চুক্তি অনুসারে দক্ষিণ কোরিয়ার সাবেক যৌনদাসীদের জন্য ১০ বছরের তহবিল দেবে জাপান। এই তহবিল থেকে তাদের জন্য চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক সহায়তার ব্যবস্থা করা হবে। তহবিলের অর্থমূল্য ১০ কোটি ইয়েন, যা ৮৩ মিলিয়ন ডলার বা ৫৫ মিলিয়ন ইউরোর সমান। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া নিজ দেশের নির্যাতিত এসব নারীদের জন্য জাপানের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দাবি করে আসছিল।
১৯৬৫ সালে দুই দেশ আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম চুক্তি হলো। সোমবার দক্ষিণ কোরিয়ার সিউলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বুয়ং-সে এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। ফুমিও কিশিদা জানান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবো ক্ষমাও চেয়েছেন। তিনি বলেন, যারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তাদের ক্ষত সারিয়ে তোলা কঠিন। যারা ভুক্তভোগী জাপানের প্রধানমন্ত্রী তাদের সবার কাছে আন্তরিক ক্ষমা চেয়েছেন।
পরে জাপানের প্রধানমন্ত্রী অ্যাবো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হিয়েকে টেলিফোন করে ওই ঘটনায় পুনর্বার ক্ষমা চান। তিনি সাংবাদিকদের বলেন, ‘জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্কের নতুন যুগে প্রবেশ করছে। পরবর্তী প্রজন্ম পর্যন্ত ওই সমস্যা জিইয়ে রাখা উচিত হবে না আমাদের’। প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গুয়েন-হিয়েকে এক বিবৃতিতে বলেন, ‘চুক্তিটি এইমুহূর্তেই খুব জরুরি ছিল, কেননা নির্যাতিতদের বেশিরভাগেরই অনেক বয়স হয়ে গেছে। এই বছরই তাদের ৯ জন মৃত্যুবরণ করেছেন।’স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে বয়স্ক ‘কমফোর্ট উইমেন’দের মানসিক যন্ত্রণা খানিকটা লাঘব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা বহু নারীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করে৷ সংখ্যাটি দুই লক্ষ পর্যন্ত হতে পারে। ওই নারীরা ‘কমফোর্ট ওমেন’নামে পরিচিত। এদের মধ্যে বেশিরভাগিই ছিলেন  কোরিয়ান। ১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত কোরিয়া শাসন করে জাপান৷বর্তমানে ৪৬ জন দক্ষিণ কোরীয় ‘কমফোর্ট উইমেন’ বেঁচে আছেন। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা